শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

ডিমলায় পৃথক অভিযানে গ্রেফতার-৫

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯

বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ঃ
আজ বুধবার দুপুর ১২ ঘটিকায় ডিমলা উপজেলার টেপা খড়িবাড়ী ইউনিয়নের মৃত: দৌলত খান এর ছেলে সিরজউদ্দৌলা (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে ডিমলা থানা পুলিশ। জানা গেছে সিরাজউদ্দৌলা রাইস মিলের একজন মালিক ছিল। তিনি দীর্ঘদিন পূর্বে পল্লী বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ করার পরেও পল্লী বিদ্যুৎ কর্তৃক মামলার ওয়ারেন্ট ইস্যু হওয়ার কারনে ডিমলা থানার এস.আই- আঃ রউফ, এস.আই- আঃ রাজ্জাক গোপন সংবাদের ভিত্তিতে মতির বাজার নামক স্থান হইতে তাকে গ্রেফতার করে। অপর দিকে রাত ৯ টার সময় ডিমলা সদর ইউনিয়নের দক্ষিন তিতপাড়া (বড়জুম্মা) এলাকা থেকে ৪ জুয়ারীর মধ্যে ৩ জুয়ারী আটক ও ১ জুয়ারী পলাতক। চার জুয়ারীর মধ্যে হলেন সাহাদুল ইসলামের পুত্র সাদ্দাম হোসেন (২২), আঃ মজিদের পুত্র মোবারক হোসেন (৪২), রফিকুল ইসলামের পুত্র জহুরুল ইসলাম (২৫) ডিমলা থানার এস.আই মাহাবুব, এস.আই-রাশেদ,এস.আই মাসুদ ও সঙ্গীয় ফোর্স সহ গ্রেফতার করেন এবং নুর আলমের পুত্র আফিউল ইসলাম (৪৩) ঘটনাস্থল হইতে কৌশলে পালিয়ে যায় বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে প্রকাশ্যে জুয়া ১৮৬৭ সালের আইন অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং- ১৯, তারিখ- ২৩ এপ্রিল-১৯ এবং পৃথক আরেক অভিযানে রাত ১০.৩০ ঘটিকায় পূর্ব ছাতনাই কলোনী বাধের পাড় হইতে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন ডিমলা থানার পুলিশ। জানা গেছে আটকৃত ব্যক্তি হলেন ডোমার থানার মির্জাগঞ্জ গ্রামের নুরুন্নবী ইসলামের পুত্র আরিফ হোসেন (৩৩) কে ৪০ গ্রাম গাজা সহ আটক করেন। এ বিষয় ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মাদক ও জুয়া চোরাচালান এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন হয়েছে ভবিষ্যতেও এমন অভিযান অব্যহত থাকবে বলে জানান। আজ বুধবার দুপুরে আটককৃতদের নীলফামারী জেলা আদালতে সোর্পদ করা হয়েছে।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com