শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন
ডেস্ক নিউজঃ মায়েদের সম্মানার্থে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘মাদার্স ডে’। আর এই বিশেষ দিনে মায়েদের জন্য স্পেশাল গুগল ডুডল বানিয়েছে গুগল।
আজ ১২ মে মা দিবস উপলক্ষে গুগল নিজেদের ওয়েবসাইটের হোম পেজে একটি ডুডল প্রদর্শন করছে। এই ডুডলের প্রতীকী ছবি ও অ্যানিমেশনে একটি মা হাঁস এবং তাঁর সন্তানদের দেখা যাচ্ছে। আসলে এই ছবিতে বোঝাতে চাওয়া হয়েছে যে, একজন মা তাঁর সন্তানদের গাইড করার জন্য সবসময় তাঁদের সঙ্গেই থাকেন।
গুগল বিশ্বের বিভিন্ন দিবসে তাদের ওয়েবসাইটে নানা দিবস এভাবে উদযাপন করে। গুগলের এবারের এ ডুডল বিশ্বজুড়ে প্রশংসা কুড়োচ্ছে।