সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৫৫ অপরাহ্ন
অন্তর রায় প্রিন্স, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে বিজিবির সাথে প্রকৃত বন্দুকযুদ্ধে মনিরুল ইসলাম বাবুল নামে এক মাদক ব্যাবসায়ী নিহত হয়েছে। বুধবার রাতে ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার ফকিরগঞ্জ সীমান্ত এলাকার দেহনগর বনডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মনিরুল ইসলাম বাবুল দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার উত্তর সুজালপুর গ্রামের মৃত সাইদুল ইসলামের ছেলে।
দিনাজপুর বিজিবি ৪২ ব্যাটালিয়নের বনডাঙ্গী ক্যাম্পের সুবেদার আতাউর রহমান জানান, ঈদের দিন বুধবার রাতে মনিরুল ইসলাম বাবুল সহ কয়েকজন মাদক ব্যবসায়ী পীরগঞ্জের ফকিরগঞ্জ বনডাঙ্গী এলাকায় মাদকের একটি বড় চালান দিনাজপুরের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি তাদের ধাওয়া করলে মাদক চোরাকারবারীরা বিজিবি উপর গুলি চালায়। এসময় বিজিবি নিজেদের প্রাণ রক্ষার্থে উল্টো গুলি চালালে মাদক ব্যবসায়ী মনিরুল ইসলাম বাবুল ঘটনাস্থলে নিহত হয় ও অন্যান্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে প্রায় ১৫০ বেতল ফেন্সিডিল, মদ ও দেশিয় অস্ত্র এবং ২২ হাজার টাকা উদ্ধার করা হয়
নিহত মাদক ব্যবসায়ী মনিরুল ইসলাম বাবুলের লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।