শুক্রবার, ২৫ Jul ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন
আগৈলঝাড়া থেকে মৃদুল দাস: বরিশালের আগৈলঝাড়ায় হাইড্রোলিক হন নিয়ন্ত্রন বিষায়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জানাহেছে, গতকাল বিকালে বরিশাল সমাজ উন্নায়ন সংস্থার কার্যালয়ে আগৈলঝাড়া উপজেলা রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য মো: ছরোয়ার আলমের সভাপতিত্বে স্থানিয় শতাধীক লোকের উপস্থিতিতে হাইড্রোলিক হন নিয়ন্ত্রনের জন্য গণসচেতনতামূলক বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক মো: আউব আলী মৃধা।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলমগীর মোল্লা, বার্ট্টা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তমাল বিশ্বাস, আগৈলঝাড়া বাজারের বিশিষ্ট গার্মেন্স ব্যাবসায়ি মনির হোসেন, কাপর ব্যাবসায়ি বাবুল মোল্লা, সভাপতি ছরোয়ার আলম উপস্থিত সকলকে হাইড্রোলিক হর্ণের কুফল থেকে দুরে থাকার জন্য সুপরামর্শ দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করেন।