রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:২৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: আগে সরকার দাম নির্ধারণ করে দিয়েছিল। কিন্তু কোরবানির পশুর চামড়া সে দামে বেচা-কেনা হচ্ছে না। অনেক ব্যাপারী সেটি স্বীকার করে নিলেও দুই-একজনের দাবি ছিল নির্ধারিত দামেই চামড়া কেনার চেষ্টা করছেন তারা।
মৌসুমী ব্যবসায়িদের ভাষ্যমতে, এ বছর বেশিরভাগ চামড়ার দরদাম হয়েছে ৪০০-৬০০ টাকায়। খুব কম সংখ্যক চামড়ার দাম উঠেছে হাজারের কাছে। মৌসুমী ব্যবসায়িরা জানালেন, বিগত কয়েকবছরের মধ্যে এবারে দাম সবচেয়ে কম।
আগে সরকার দাম নির্ধারণ করে দিয়েছিল। কিন্তু কোরবানির পশুর চামড়া সে দামে বেচা-কেনা হচ্ছে না। অনেক ব্যাপারী সেটি স্বীকার করে নিলেও দুই-একজনের দাবি ছিল নির্ধারিত দামেই চামড়া কেনার চেষ্টা করছেন তারা।
মৌসুমী ব্যবসায়িদের ভাষ্যমতে, এ বছর বেশিরভাগ চামড়ার দরদাম হয়েছে ৪০০-৬০০ টাকায়। খুব কম সংখ্যক চামড়ার দাম উঠেছে হাজারের কাছে। মৌসুমী ব্যবসায়িরা জানালেন, বিগত কয়েকবছরের মধ্যে এবারে দাম সবচেয়ে কম।