রবিবার, ২৭ Jul ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নির্বাচন ভন্ডুলের অপচেষ্টা রুখতে ঐক্যের ডাক প্রধান উপদেষ্টার মেয়েরাই নন, পুরুষরাও করে শুধু আলোচনায় আসে না: কাজল গৌরীপুরে বেস্ট লাইফ ইন্সুইরেন্সের উদ্যোগে পুরষ্কার বিতরণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত ফিলিস্তিনিদের প্রতি বিশ্ব নীরবতায় তীব্র নিন্দা জাতিসংঘ মহাসচিবের নওগাঁয় বাবার দ্বিতীয় বিয়ে মানতে না পেরে চিরকুট লিখে কিশোরী আত্মহত্যা  স্বদেশ প্রোপার্টিজের অবৈধ বালু ভরাট বন্ধে রাজউকের নির্দেশনা ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩১ চলে গেল সপ্তম শ্রেণির জারিফও, নিহত বেড়ে ৩৪ ৯০ বছরের ঐতিহ্য হোবা ঘোষের রসগোল্লা রাজশাহীর পবায় ভাইয়ের হাতে ভাই খুন, মা-ছেলে গ্রেপ্তার
আগৈলঝাড়ায় ২১আগষ্ট গ্রেনেড হামলায় অভিযুক্তদের বিচারের দাবি জানিয়ে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

আগৈলঝাড়ায় ২১আগষ্ট গ্রেনেড হামলায় অভিযুক্তদের বিচারের দাবি জানিয়ে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

আগৈলঝাড়া প্রতিনিধি: বর্বোরোচিত ২১আগষ্ট গ্রেনেড হামলায় সাজাপ্রাপ্ত আসামীদের রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়ে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আগৈলঝাড়ায় আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের উদ্যোগে দিবসটি পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে দলীয় কার্যালয়ে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নীরবতা পালন, পুস্পস্তবক অর্পণ, প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কামার বাড়ৈর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দলের সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন। তিনি বক্তব্যে ২১আগষ্ট ঘটনার সাথে জড়িতদের বিচারের রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়ে ওই সময়ে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।

র‌্যালীতে  অংশ গ্রহণ করেন উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মলিনা রানী রায়, আ’লীগ সহসভাপতি আব্দুস সাত্তার মোল্লা, আওয়ামী লীগ নেতা আবুল বাশার হাওলাদার, জসীম সরদার, কাজী আওলাদ হোসেন, আওয়ামীলীগ নেতাও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, ইলিয়াস তালুকদার, বিপুল দাস, সাধারণ সম্পাদক সরোয়ার দাড়িয়া, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সিনিয়র সহ-সভাপতি উজ্জল হোসেন সহ সহস্রাধিক নেতাকর্মীরা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com