শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, দেবর আটক

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের আনোয়ারায় চার সন্তানের জননী এক প্রবাসীর স্ত্রীকে (৩৭) ধর্ষণের অভিযোগে চাচাতো দেবরকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে থানায় অভিযোগের পর পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেফতার মোহাম্মদ ইলিয়াছ ওরফে ইলু উপজেলার বোয়ালিয়া গ্রামের জাগিরপাড়ার কোরবান আলীর ছেলে।

থানা সূত্রে জানা গেছে, স্বামী প্রবাসে থাকার সুযোগ নিয়ে ওই গৃহবধূর চাচাতো দেবর ইলিয়াছ কিছুদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি গৃহবধূ তার স্বামী ও পরিবারের লোকজনকে জানান।

এতে ক্ষুব্ধ হয়ে গত সোমবার রাতে ঘরের বেড়া কেটে শোয়ার কক্ষে ঢুকে প্রবাসী চাচাতো ভাইয়ের স্ত্রীকে আসামি ইলিয়াছ ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ওই গৃহবধূ বাদী হয়ে চাচাতো দেবরকে আসামি করে থানায় মামলা করেন। এরপর পুলিশ আসামিকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ জানান, ধর্ষণের অভিযোগের পর ইলিয়াছকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com