মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:৪২ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকে থাকা মার্কিন দু’টি সামরিক ঘাঁটিতে হামলার ঘটনায় অন্তত ৮০ জন নিহত এবং দুই শতাধিক সেনা আহত হয়েছেন। এ ঘটনার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি প্রেসিডেন্ট থাকলে ইরানের পরমাণু যুদ্ধ করার ক্ষমতা নেই।
যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। ইরাকে থাকা মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ট্রাম্পের নেতৃত্ব এবং নীতি নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠছে। এ ধরনের পরিস্থিতিতে জাতির উদ্দেশে ভাষণ দেন ট্রাম্প।
ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর থেকে তার দেশ এবং ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক কেবল খারাপই হয়েছে। মার্কিন ড্রোন হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান কাসেম সোলাইমানির মৃত্যুর পর তা আরো খারাপ হয়েছে।
এর প্রতিশোধ নিতে ইরান শুরু করে পাল্টা হামলা। ইরাকে দুটি মার্কিন সেনাঘাঁটিতে ২২টি মিসাইল হামলা চালায় ইরান। যদিও এই হামলার পরও কড়া কোনো প্রতিক্রিয়া জানাননি ট্রাম্প। তার দাবি, সব ঠিকই আছে।