রবিবার, ২৭ Jul ২০২৫, ০১:০১ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: প্রতি বছর একটি উপজেলা থেকে নিরাপদে ১ হাজার দক্ষ মানব সম্পদ বিদেশে পাঠানোর জন্য উদ্যোগ নিয়েছে সরকার। বিদেশ গিয়ে যাতে কোন শ্রমিক ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য সরকার প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। বিদ্যমান শ্রমবাজার ঠিক রেখে জাপান সহ পৃথিবীর অনেক দেশে নতুন সম্ভাবনাময় শ্রম বাজারের সৃষ্টি হয়েছে। সরকারি অভিবাসন নীতি মালা মেনে বিদেশে জনশক্তি গেলে কম খরচে বিদেশ যাওয়া সম্ভব। এ নীতির আওতায় বিদেশ গেলে কাজের ভালো কর্ম পরিবেশ ও বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। মাধবপুর উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান সোমবার সকালে প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার ২০১৮ ও বর্তমান সরকারের উন্নয়ন রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ, নিয়মিত ও মান সম্মত অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনারে এ কথা বলেন। মাধবপুর উপজেলা থেকে যাতে সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো যায় সেজন্য সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। সেমিনারে বিভিন্ন গণমাধ্যমকর্মী, শিক্ষক, জনপ্রতিনিধি সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।