রবিবার, ২৭ Jul ২০২৫, ০১:২৫ অপরাহ্ন
আবুল বাশার পলাশঃ আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি উপলক্ষে নান্দাইল নরসুন্দা ব্লাড ডোনেট সোসাইটি গাজীপুর এর উদ্যোগে ফ্রী ব্লাড ক্যাম্পেইন ও অফিস উদ্বোধন করা হয়েছে। নান্দাইল নরসুন্দা ব্লাড ডোনেট সোসাইটি গাজীপুর একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন। উক্ত সংগঠনটি গাজীপুরে বসবাসরত নান্দাইলবাসীদের বৃহৎ এক প্লাটফর্ম। এই সংগঠনে রয়েছে এক ঝাঁক সেচ্ছাসেবী তরুন রক্তযোদ্ধা, ইতিমধ্যেই এই সংগঠনটি ৭০ জনেরও বেশী রোগীকে স্বেচ্ছায় রক্তদান করেছেন। হাফ লিটার পানির মুল্য যেখানে ১৫ টাকা সেখানে ফ্রীতে রক্ত পাওয়া সত্যিই প্রশংসনীয়, এমনটাই বললেন ক্যাম্পেইন এ অংশগ্রহনকারীরা। এমন সুন্দর উদ্যোগ গ্রহন করে সর্ব মহলে প্রশংসা অর্জন করেছেন উদ্যোক্তারা। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি এই দিনে জীবন দিয়েছিলেন রফিক, ছালাম, বরকত, জব্বার সহ অনেকেই। ‘একটি প্রাণকে বাঁচাবো বলে রক্ত দান করি স্লোগান’ কে সামনে রেখে, ২১ এর প্রথম প্রহরে সংগঠনের পক্ষ থেকে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন শেষে রক্তযোদ্ধারা বেরিয়ে পরেন রক্তের খুঁজে। তারই ধারাবাহিকতায় গাজীপুর মহানগর মালেকের বাড়ী শরীফপুর প্রাইমারি স্কুল মাঠে এক ফ্রী ব্লাড ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এ সময় উক্ত সংগঠনের সভাপতি, সাধারন সম্পাদক ও অন্যান্য সদস্যদের আহবানে ব্লাড ক্যাম্পেেইনে উপস্থিত হয়ে উদ্ভোধন করেন মো.আব্দুল্লাহ আল মামুন মন্ডল, কাউন্সিলর ৩৫ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন। তিনি বলেন রক্ত দান একটি মহৎ কাজ, এবং এরকম মহৎ কাজে সব সময় পাশে থাকবেন বলে সকলকে আস্বস্থ করেন। তার পর বিকাল ৪ টা পর্যন্ত চলে এ ক্যাম্পেইন। প্রায় ১৫০ জনের মত বিনা মুল্যে তাদের ব্লাড গ্রুপ নির্নয় করেন। সবশেষে নান্দাইল নরসুন্দা ব্লাড ডোনেট সোসাইটি গাজীপুর এর অফিস উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনাব সাইদুর রহমান, পরিচালনায় ছিলেন সম্মানিত উপদেষ্টা জনাব মিজানুর রহমান শাহিন, আরো উপস্থিত ছিলেন সম্মানিত উপদেষ্টা মো আবুল বাশার পলাশ, খন্দকার মোতাহারুল ইসলাম, এম এ সালাম, সভাপতি মোঃ শাহীন আলম, সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম, সহ-সভাপতি আল আমিন, সহ-সভাপতি আ: রসুল, সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মো. নাজমুল ইসলাম, সদস্য শেখ আজিজুল ইসলাম, শরিফ, মো.মানিক মিয়া সহ আরো অনেকেই। তারপর সকলে একত্রিত ভাবে ফিতা কেটে মিষ্টি মুখ শেষে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করা হয়।