রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নিজে মানুষ হবার শিক্ষা নেই কিন্তু স্বপ্ন দেখে এমপি হওয়ার, হাদিকে নীলা ইসরাফিল কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে আগুন বড় জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ নরসিংদীতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নামে জালিয়াতি: ভূমি অধিগ্রহণে কোটি টাকার অনিয়ম, দুদুকে অভিযোগ ভুটানকে বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু:প্রধান উপদেষ্টা এগুলো ‘আফটার শক’, আবারও ভূমিকম্পের ঝুঁকি আন্তর্জাতিক বাজারে বাড়লো জ্বালানি তেলের দাম সাকিব আল হাসানকে এবার দুদকে তলব নরসিংদী চীফজুডিসিয়াল ম্যাজিস্টেট আদালত প্রাঙ্গণে ছাত্রদল নেতার ওপর হামলা স্ত্রী-কন্যার ছবি শেয়ার করে নারীদের ৫ প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান

লক্ষ্মীপুর পৌর শহরের শাঁখারীপাড়া এলাকায় হিন্দু বখাটে ও মাদকসেবী যুবকদের রমরমা আড্ডা

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৮৬

লক্ষ্মীপুর পৌর শহরের শাঁখারীপাড়া এলাকায় হিন্দু বখাটে ছেলেদের ও মাদকসেবী আর অপরাধীদের রমরমা আড্ডা । রাত নামলেই বসে মাদকের আসর । আড্ডায় বসে মাদকসেবীরা । এ কারণে ওই এলাকায় অপরাধ বেড়েই চলেছে । হচ্ছে চুরি ,ডাকাতি , মেয়েদের নিয়ে ইভটিজিং , হুন্ডা চুরি ,  জুয়া খেলা ও জুয়া খেলা নিয়ে রক্তপাত মতো ঘটনা ঘটেছে । চলছে অবাধে মদ , গাঁজা ও ইয়াবা ব্যবসা ও সেবন । অথচ ওই এলাকা থেকে লক্ষ্মীপুর মডেল থানার দূরত্ব আধা – কিলোমিটার ।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভাড়াটিয়া জানায় , আমরা দীর্ঘদিন ধরে শাঁখারীপাড়ায় পারিবারিকভাবে ভাড়া বাসায় থাকি । রাতে মাদকসেবীদের আড্ডার কারনে স্কুল – কলেজপড়ুয়া ছেলেমেয়েদের নিয়ে ভয়ে থাকি । স্থানীয় মহাশ্মশান এলাকার এসব মাদকসেবীর সঙ্গে বহিরাগত কিছু লোকও জড়িত রয়েছে । স্থানীয়রা জানান, গত কয়েক বছরে বেশ কয়েকটি চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে শাঁখারীপাড়ায় ।বিভিন্ন বাসার মোবাইল, মানিব্যাগ,স্বর্ণালঙ্কার চুরি হচ্ছে । সব সময় আতঙ্কে থাকছেন ওই এলাকার লোকজন । প্রায় দিনই শাঁখারীপাড়ার মহাশ্মশান সড়কে , রাম ঠাকুর আশ্রমের আশেপাশে রমরমা হিন্দু বখাটে যুবকদের ও মাদকসেবীদের আড্ডা বসে ও  ১৬ – ২০ বছর বয়সী ছেলেরা বিভিন্ন প্রকার মাদক সেবন করছে এবং শাঁখারীপাড়া ১৫-২৫ বছর বয়সী হিন্দু বখাটে ছেলেরা মাদক সেবন করে বিভিন্ন অপরাধে জুরিয়ে পড়ছে ও মাদক ব্যবসায়ীদের রমরমা আড্ডা চলছে । রাম ঠাকুর মন্দিরে সামনে এবং মহাশ্মশান গেটের সামনে বিভিন্ন দোকানগুলিতে মাদকসেবীদের আড্ডা বসে ও বাগানগুলোতে আসর বসে ।

সচেতন মহল মনে করে স্থানীয় ওয়ার্ডের জনপ্রতিনিধি ও তার আশেপাশের লোকদের ছত্রছায়া এইসব ১৫ -২০ বছর বয়সী  হিন্দু বখাটে যুবকরা মাদকসেবন করে ও দিন দিন এলাকাটাকে একটা বাজে পরিবেশ তৈরী করছে  ।

সচেতন মহল মনে করছে একমাত্র এই উঠতি বয়সী  এইসব হিন্দু বখাটে যুবকদের ও সেবনকারীদের আড্ডা একমাত্র প্রশাসনের সহযোগিতায় ছাড়া আড্ডা বন্ধ করা যাবে না।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com