রবিবার, ২৭ Jul ২০২৫, ১২:০২ অপরাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধি : “প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের অংশ গ্রহনে এক ব্যতিক্রমী বালিকা সাইকেল শোভাযাত্রা বের করেছে বিভিন্ন স্কুলের ছাত্রীরা।
রবিবার (৮ মার্চ) সকালে বেসরকারি সংস্থা মানবকল্যাণ পরিষদের (এমকেপি) উদ্যোগে শোভাযাত্রাটি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ (বড় মাঠ) থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় এক হাজার বাইসাইকেল নিয়ে ছাত্রীরা অংশ নেয়।
শোভাযাত্রা শেষে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়াম (বিডি হল) চত্বর থেকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংরক্ষিত আসন-৩০১ এর সাবেক এমপি সেলিনা জাহান লিটা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামান (পিপিএম-সেবা), মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান বিউটি রাণী বিশ্বাস ও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী।
এর আগে ফুলের ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বালিকা সাইকেল শোভাযাত্রার উদ্বোধন করেন সংরক্ষিত আসন-৩০১ এর সাবেক এমপি সেলিনা জাহান লিটা।