সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৪০ অপরাহ্ন
ডেস্ক নিউজ: বিশ্বব্যাপী মাহামারি আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এমন অবস্থায় করোনার হাত থেকে বাঁচতে অনেকেই ব্যবহার করছেন সার্জিক্যাল মাস্ক। আর এই সুযোগে কাজে লাগিয়েছে ডাকাত দল। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ঘোড়দৌড়ের মাঠ থেকে বন্দুক ধরে তিন ব্যক্তির কাছ থেকে দুই হাজার ডলার অর্থ লুট করে নিয়ে গেছে ডাকাতরা।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, শনিবার রাতে নিউইয়র্ক শহর থেকে কুইন্সের অ্যাকুইডাক্ট রেসট্র্যাকে দুই লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন ওই তিনি ব্যক্তি। কিন্তু যাওয়ার পথে তারা ডাকাতির শিকার হন। দুই ডাকাত সার্জিক্যাল মাস্ক পরে বন্দুক ঠেকিয়ে সব টাকা লুট করে নিয়ে যায়। রাত ১০টার দিকে তারা একটি ঘরে বন্দি করে ওই অর্থ নিয়ে যায়। তবে অর্থ লুট করার আগে তাদের মোবাইল ফোন নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাদের খোঁজছে স্থানীয় পুলিশ।
বলা হচ্ছে, করোনার ভয়ে নিউইয়র্ক শহরের অনেকেই সার্জিক্যাল মাস্ক পরে ঘোরছিলেন। এমন অবস্থায় ওই ডাকাত অর্থ লুট করে নিয়ে ওই ব্যক্তিদের সঙ্গে মিশে যায়। পরে তাদের আর খোঁজ পাওয়া যায়নি। তবে তদন্তকারীরা বলছেন, এই ঘটনা হয়তো রেসট্র্যাকে কাজ করে এমন কোনো ব্যক্তি করে থাকবেন।
নিউইয়র্ক রেসিং অ্যাসোসিয়েশনের কমিউনিকেশন ডিরেক্টর বলেছেন, শনিবার রাতে একটি সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। নিউইয়ার্ক পুলিশ এই ঘটনার তদন্ত করছে। এতে কোনো ব্যক্তি আহত বা নিহত হয়নি।