রবিবার, ২৭ Jul ২০২৫, ১২:০৯ অপরাহ্ন
অন্তর রায় প্রিন্স, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে হতদরিদ্র আদিবাসী পরিবারের জীবন-মান উন্নয়নে বিনামূল্যে বকনা গরু বিতরণ করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ঠাকুরগাঁও এপি কার্যালয় চত্বরে এ উপলক্ষে এক আরৈাচনা সভার আয়োজন করা হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওবার্ট চিসিম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার স্যামুয়েল সাংমা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো: মামুন অর রশিদ ও ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী।
সংক্ষিপ্ত আলোচনা শেষে ২৫টি আদিবাসী পরিবারের মাঝে বকনা গরুগুলো বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।