রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৩৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: চীনের উহান শহরের মতো করোনাভাইরাসে আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসার জন্য রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় আকিজ গ্রুপের হাসপাতালটি শেষ পর্যন্ত হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের হস্তক্ষেপে এটি বাস্তবায়ন হচ্ছে বলে জানা গেছে।
শনিবার রাতে এই তথ্য নিশ্চিত করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু। তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী কিছুক্ষণ আগে মোবাইলে জানিয়েছেন হাসপাতাল ওখানেই হবে। দেশের ক্লান্তিকালে হাসপাতালটি প্রয়োজন। এবিষয়ে তিনি সকল নির্দেশনা দিয়েছেন।’
অন্য একটি সূত্র জানায়, গতকাল শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন আকিজ গ্রুপের কর্মকর্তারা। এসময় মন্ত্রীকে হাসপাতালের সব বিষয় তুলে ধরেন তাঁরা। এ সময় মন্ত্রী তাঁদেরকে কাজ শুরু নির্দেশ দেন।
জানা গেছে, চীনের উহানের আদলে করোনাভাইরাস আক্রান্তদের জন্য ২৫০ শয্যার হাসপাতল নির্মাণ করছিল গণস্বাস্থ্য কেন্দ্র। গুলশান-তেজগাঁও লিংক রোডে শান্তা টাওয়ারের পেছনে ১৯৪ নম্বর প্লটে আকিজ গ্রুপের আর্থিক সহযোগিতা এবং জমির ওপর তৈরি করা হচ্ছে হাসপাতালটি। কিন্তু গতকাল দুপুরের দিকে এলাকার দুই-আড়াই শ লোক গিয়ে নির্মাণকাজে বাধা দেয়। এ ছাড়া ওই এলাকায় বিক্ষোভ ও অবস্থান নেয় তারা। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিউল্লাহ উপস্থিত ছিলেন। তবে এলাকাবাসীকে শান্ত করার জন্য তিনি ঘটনাস্থলে গিয়েছেন বলে দাবি করেছেন।
স্থানীয় লোকজন জানায়, করোনা রোগীদের এনে চিকিৎসা করা হবে-এই সংবাদ এলাকাবাসী জানার পর একধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে তেজগাঁও এলাকায়। ফলে স্থানীয় লোকজন সেখানে হাসপাতাল নির্মাণের বিরোধিতা করে আসছিল। এ সময় স্থানীয় কাউন্সিলর পেছন থেকে লোকজনকে ‘উসকানি’ দেন। তবে গণমাধ্যমে প্রকাশ্যে কাউন্সিলরের বিরুদ্ধে কথা বলতে চায়নি কেউ।
তেজগাঁও এলাকার আওয়ামী লীগের এক নেত্রী বলেন, ‘কাউন্সিলরের আদেশ ছাড়া ওই এলাকায় কিছু হয় না। এলাকাবাসীকে তিনিই পাঠিয়েছেন। কারণ তিনি চান না ওই এলাকায় করোনা আক্রান্তদের হাসপাতাল হোক।’
আকিজ গ্রুপ জানিয়েছিল দুই সপ্তাহের মধ্যে হাসপাতালটিতে রোগীদের চিকিৎসা শুরু করা যাবে। এটি তৈরি হচ্ছে তেঁজগাও-গুলশান লিংক রোডের শান্তা টাওয়ারের পেছনে। আকিজ সেখানে বিনামূল্যে রোগীদের চিকিৎসা দেবে।