মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংগীত ওষুধের কাজ করে, মস্তিষ্ক বিজ্ঞানীদের দাবি এবার থেকে জীবন রক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ করবে সরকার: হাইকোর্ট দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরী চিঠি শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ হচ্ছে রাঙামাটিতে নারী ও মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টাসহ ১০ লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে ছাত্রদল–যুবদলের দুই নেতা গ্রেপ্তার ভূমিকম্পের আতঙ্ক কাটাতে নরসিংদী জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা নিজে মানুষ হবার শিক্ষা নেই কিন্তু স্বপ্ন দেখে এমপি হওয়ার, হাদিকে নীলা ইসরাফিল কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে আগুন বড় জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ নরসিংদীতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নামে জালিয়াতি: ভূমি অধিগ্রহণে কোটি টাকার অনিয়ম, দুদুকে অভিযোগ

ভারতের উত্তরপ্রদেশে দুই ট্রাকের সংঘর্ষে ২৪ শ্রমিক নিহত

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২০
  • ২৭৬

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে দুই ট্রাকের সংঘর্ষের ঘটনায় ২৪ অভিবাসী শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ২০ জন শ্রমিক। স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে উত্তরপ্রদেশের আউরিয়া জেলার মিহৌলি জাতীয় সড়কের উপর দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, একটি ট্রাকে শ্রমিকরা ছিলেন। তারা রাজস্থান থেকে আসছিলেন। নিহতরা বিহার, ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা। কিভাবে ওই দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করছে পুলিশ। পুলিশ জানিয়েছে, প্রথমে রাজস্থান ও পরে হরিয়ানা থেকে পরিযায়ী শ্রমিকরা বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে নিজেদের বাড়ি ফেরার লক্ষ্যে প্যাকেটজাত গম পরিবহনকারী একটি ট্রাকে জায়গা করে নেন। ট্রাকটি অরাইয়া জেলায় এসে শনিবার দিবাগত রাত ৩টার দিকে অন্য ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এক বিবৃতিতে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কার্যালয় জানিয়েছে, অরাইয়াতে দুর্ভাগ্যজনক দুর্ঘটনার বিষয়ে মুখ্যমন্ত্রী অবগত হয়েছেন। তিনি নিহত শ্রমিকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিতে নির্দেশ দিয়েছেন। কমিশনার এবং কানপুরের আইজিকে ঘটনাস্থল পরিদর্শন এবং দুর্ঘটনার কারণ সম্বলিত প্রতিবেদন দ্রুত দিতেও নির্দেশ দিয়েছেন তিনি। যোগী আদিত্যনাথ বলেছিলেন, সকল পরিযায়ী শ্রমিকদের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনার পায়ে হেঁটে কিংবা নিজেদের উদ্যোগে পরিবহনে করে বাড়ি ফেরার চেষ্টা এড়িয়ে চলুন। আমাদের দায়িত্বশীল কর্মকর্তাদের জানান। তারা আপনাদের সহযোগিতা করবে, এবং বিনা পয়সায় পরিবহনের ব্যবস্থা করে দেবে। রাজ্যে ঢোকা সব পরিযায়ী শ্রমিকদের কোয়ারেন্টিন সেন্টারে নিয়ে যেতে ও তাদের স্বাচ্ছন্দ্য নিশ্চিতে সব কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া আছে। ভারতে লকডাউনের কারণে বিভিন্ন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে কেন্দ্রীয় সরকার ও বিভিন্ন রাজ্য সরকার বিশেষ বাস ও ট্রেনের ব্যবস্থা করলেও অনেক শ্রমিকই কয়েকশ কিলোমিটার হেঁটে পরিবারের সদস্যদের কাছে ফিরতে চেষ্টা করছেন।  এর আগেও বেশ কিছু দুর্ঘটনায় অভিবাসী শ্রমিকদের মৃত্যু হয়েছে। ভারতে লকডাউনের কারণে বিভিন্ন রাজ্যে আটকে পড়া শ্রমিকরা বাড়ি ফিরতে উন্মুখ হয়ে আছে। অনেকেই পায়ে হেঁটেও বাড়ি ফেরার চেষ্টা করছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com