সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হরিপুরে গ্রামবাংলার ঝোপঝাড় হতে বিলুপ্তির পথে কুচফল ওয়াজের মাঠ কাপানো আর নারীদের খাট কাপানো হুজুর মুফতি মুহাম্মদ শফিকুজ্জামান দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় ৮০০ নেতার বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে: রিজভী নির্বাচন কবে, সেই ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকেই : প্রেস উইং মোহাম্মদপুরে সন্ত্রাসী রহিম ও তার ছেলের অত্যাচার নির্যাতনে অসহায় এলাকাবাসী উত্তরা ব্যাংকের এমডি রবিউল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারনের দাবিতে রাজপথে বিল্পবী ছাত্র জনতা ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজার সেনাকুঞ্জে খালেদা জিয়াকে দেখে কেঁদে ফেললেন মির্জা ফখরুল সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ওসমানী জাতীয় স্মৃতি পরিষদ-এর বিশেষ বাণী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য হলেন বীর মুক্তিযোদ্ধা খ. ম. আমীর আলী
ভারতে একদিনে আক্রান্ত সাড়ে এগার হাজার, মৃত্যু ৩২৫ জনের

ভারতে একদিনে আক্রান্ত সাড়ে এগার হাজার, মৃত্যু ৩২৫ জনের

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৫০২ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন লক্ষ ৩২ হাজার ৪২৪। এরই মধ্যে লাখের ঘরে পৌঁছেছে মহারাষ্ট্র। তামিলনাড়ু ও দিল্লি পাল্লা দিয়ে ছুটছে পঞ্চাশ হাজারের দিকে।

আক্রান্তের পাশাপাশি মৃত্যু সংখ্যাও উদ্বেগ বাড়াচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনার থাবায় দেশে মৃত্যু হয়েছে ৩২৫ জনের। এ নিয়ে মোট মৃত্যু হল ন’হাজার ৫২০ জনের। এর মধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে তিন হাজার ৯৫০ জনের। গুজরাটে এক হাজার ৪৭৭ জনের। রাজধানী দিল্লিতেও মৃত্যু সংখ্যা ধারাবাহিক ভাবে বাড়ছে। সেখানে এক হাজার ৩২৭ জনের প্রাণ কেড়েছে করোনা। মৃত্যুতে দেশের চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এ রাজ্যে মোট মৃত ৪৭৫ জন। এর পর তালিকায় রয়েছে মধ্যপ্রদেশ ,তামিলনাড়ু , উত্তরপ্রদেশ , রাজস্থান  ও তেলঙ্গানা ।

করোনা আক্রান্তের সংখ্যা পাল্লা দিয়ে বাড়তে থাকলেও  উল্লেখযোগ্য হারে বাড়ছে আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার সংখ্যাটাও। কোভিডে আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত এক লক্ষ ৬৯ হাজার ৭৯৮ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন সাত হাজার ৪১৯ জন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com