সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৪২ পূর্বাহ্ন
ভিশন বাংলা ডেস্ক: ২০২০ সালে বলিউডে মৃত্যুমিছিল যেন থামছে না! প্রয়াত বর্ষীয়ান বলিউড ফিল্মমেকার হরিশ শাহ। দীর্ঘদিন ধরে মারণরোগ ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। রাজেশ খান্না ও তনুজা অভিনীত মেরে জীবন সাথি ছবি প্রযোজক হিসাবেই তিনি সর্বাধিক পরিচিত।
হরিশের ভাই বিনোদ শাহ সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন মঙ্গলবার সকাল ৬টায় মৃত্যু হয় বর্ষীয়ান পরিচালকের। ‘গলায় ক্যানসার নিয়ে গত ১০ বছর ধরে লড়াই চালাচ্ছিলেন,আজ সকালে সেই লড়াই থামল’, বলেন তিনি। মুম্বাইয়ের পবন হংস শ্মশানে এই বর্ষীয়ান পরিচালক-প্রযোজকের শেষকৃত্য সম্পন্ন হয়। করোনা সংকটে একমাত্র পরিবারের লোকজনই উপস্থিত ছিলেন শেষকৃত্যে।
মেরে জীবন সাথি ছাড়াও ফিরোজ শাহা-পারভিন ববি অভিনীত কালা সোনা (১৯৭৫), সঞ্জীব কুমার-রেখা অভিনীত রাম তেরে কিতনে নাম (১৯৮৫)-এর মতো ছবি প্রযোজনা করেছেন হরিশ শাহ। আশির দশকে পরিচালক হিসাবে তাঁর পথচলা শুরু ঋষি কাপুর-নীতু কাপুর অভিনীত ছিল ধন দৌলতের সঙ্গে। ধর্মেন্দ্র ও শক্রঘ্ন সিনহার জলজলা (১৯৮৮) ছবির পরিচালকও ছিলেন হরিশ শাহ।
তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে শত্রুঘ্ন সিনহা জানিয়েছেন প্রকৃত অর্থেই একজন নন ফিল্মি মানুষ ছিলেন হরিশ শাহ। কোনওদিন পার্টিতে যেতেন,বিতর্ক এড়িয়ে চলছেন। তিনি যোগ করেন, ওঁনাকে কারুর উপর বিরক্ত হতে বা রেগে যেতে দেখিনি। আমি ফিল্মের সেটে দেরিতে পৌঁছাতাম তা সত্ত্বেও কোনওদিন কিচ্ছু বললেননি। বললেত, দেরিতে এলেও কাজটা তো সিনহা সাহাব সময়মতো শেষ করে দেন কোনও সমস্যা নেই’।
হরিশ শাহ প্রযোজিত শেষ ছবি ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত সানি দেওল ও তাবুর ছবি জাল: দ্য ট্রাপ। সম্প্রতি ক্যানসার নিয়ে ‘ওয়াই মি’ নামক একটি শর্ট ফিল্ম তৈরি করেছিলেন এই বর্ষীয়ান ফিল্মমেকার।