সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৩৭ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট: অনাকাঙ্ক্ষিত বিতর্ক পিছু নিয়েছে বিরাট কোহলিকে। ভারতীয় ক্যাপ্টেন জড়িয়ে পড়েছেন আইনী ঝামেলায়। অনলাইন জুয়ার প্রচারণায় অংশ নেওয়ায় কোহলির গ্রেপ্তার দাবী করে আদালতের দ্বারস্থ হয়েছেন চেন্নাই’র এক অ্যাডভোকেট।
মাদ্রাজ হাই কোর্টে পিটিশন দায়ের করেছেন ওই আইনজীবী। তবে তার আইনী উদ্যোগটা অনলাইন জুয়ার সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে। তাই তো কোহলির সঙ্গে আইনী ঝামেলায় ফেঁসে গেছেন বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়াও। কেননা তিনিও অনলাইন জুয়ার প্রচারণায় অংশ নিয়েছেন।
পিটিশনার সূর্যপ্রকাশমের দাবী, জুয়া ভারতে একটি ফৌজদারি অপরাধ। বিরাট কোহলি ও তামান্না ভাটিয়াদের মতো তারকাদের কথায় কোনো ধরনের দ্বিধা না করে এই অপরাধে জড়িয়ে পড়ছে দেশের যুব সমাজ। সব কিছু হারিয়ে আত্মহত্যাও করছে অনেকে।
ঘরে বসেই খেলা যায় অনলাইন জুয়া। যে কারণে তরুণরা এতে জড়িয়ে যাচ্ছে সহজেই। নিজেদের পকেট মানি, আয়ের সঙ্গে পরিবারের সঞ্চয়টুকু শেষ করে ঝুকছে ঋণ নেওয়ার দিকে। পাওনা চাইতে ঋণ দাতারা বাড়িতে গিয়ে নিঃস্ব তরুণদের ফেলছেন বিব্রতকর পরিস্থিতিতে।
অনলাইন জুয়া’র ওপর নিষেধাজ্ঞা চেয়ে করা পিটিশনের শুনানি শুরু হবে আগামী সপ্তাহে।