শনিবার, ১৯ Jul ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁদাবাজি বিরোধী অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জে সেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জন গ্রেপ্তার মায়ের ভিডিও দেখিয়ে মেয়েকেও ধর্ষণ করায় যুবককে গলা কেটে হত্যা: গ্রেফতার-৩ লালমনিরহাট ১৫ বিজিবি’র সাড়াশি অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইস্কাফ সিরাপ জব্দ! কারফিউয়ের সময়সীমা বেড়েছে গোপালগঞ্জে: গ্রেফতার ১শ ৬৪ জন বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হলো স্টারলিংকের যাত্রা গোপালগঞ্জে নদীপথে টহল জোরদার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী দক্ষিণ কেরাণীগঞ্জে প্রকাশ্যে চাঁদাবাজির ঘটনায় তিন জন গ্রেপ্তার লালমনিরহাটে ফসল রক্ষায় কাকতাড়ুয়া গোপালগঞ্জে এনসিপি ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে-৫ গার্ডিয়ান লাইফের বার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত
ময়মনসিংহে ৫ টাকায় পাবেন পুলিশের ইফতারি

ময়মনসিংহে ৫ টাকায় পাবেন পুলিশের ইফতারি

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহে রোজাদারদের জন্য পাঁচ টাকার বিনিময়ে ইফতার সামগ্রী বিতরণ শুরু করেছে জেলা পুলিশ প্রশাসন। পুরো রমজান মাস জুড়ে এ মহতী কার্যক্রমটি চলবে। লকডাউনে ঘরে থাকা কর্মহীন মানুষের কথা বিবেচনা করে উদ্যোগটি হাতে নেওয়া হয়েছে। আজ শনিবার বিকেলে জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান নগরীর টাউনহল মোড়ে পাঁচ টাকায় ইফতার সামগ্রী সরবরাহ কর্মসূটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

পুলিশ সুপার বলেন, করোনার কারণে লকডাউনের পরিস্থিতিতে অনেকেই কষ্টে আছেন। নিম্ন আয়ের খেটে খাওয়া সাধারণ মানুষজন যাতে সহজলভ্য মূল্যে মানসম্মত ইফতার সামগ্রী খেতে পারে। সেই চিন্তায় জেলা পুলিশের পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, পুরো রমজান মাস জুড়ে এ উদ্যাগটি অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টরা জানান, বিনামূল্যে ইফতারী নিতে অনেকে ইতস্তত বোধ করতে পারে। তাই একটি প্রতীকী মূল্য রাখা হয়েছে। পুলিশ সদস্যদের বেতনের টাকা নিয়ে কাজটি করা হচ্ছে।

পুরো কাজটির তত্ত্বাবধানে থাকা জেলা ডিবি ওসি শাহ কামাল আকন্দ বলেন, শুরুর দিনই মানুষের পক্ষ থেকে তারা ব্যাপক সাড়া পেয়েছেন। নাগরিকরা উদ্যোগটির প্রশংসা করেছেন।

জানা যায়, চলমান করোনা কালে নানান মানবিক উদ্যোগ নিয়েছেন বর্তমান জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান এবং পুলিশ প্রশাসন। সে উদ্যোগেরই অংশ হিসেবেই এবার রোযাদারদের জন্য এমন নতুন উদ্যোগ নেওয়া। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী, ফজলে রাব্বী শাজাহান মিয়া সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com