সোমবার, ১৪ Jul ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ট্রান্সফরমার নষ্ট হওয়ার ঘটনায় বিতর্কিত ক্ষতিপূরণ বিল: নীলফামারীতে বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে জোরপূর্বক আদায়ের অভিযোগ নেত্রকোনায় স্ত্রীকে হত্যার পর রশিতে ঝুলে স্বামীর আত্মহত্যা কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারে চুক্তিভিত্তিক কর্মকর্তা-কর্মচারীদের দিয়ে চলছে অফিসের কার্যক্রম আদালতের নির্দেশ উপেক্ষা: ৯ শিক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকারে” ব্যবসায়িক দ্বন্দ্বে মিটফোর্ডে সোহাগ হত্যা: ডিএমপি মির্জাপুরে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নিজ বাড়ি থেকে ব্যবসায়ী আটক কেরানীগঞ্জে রাজাবাড়ী এলাকার প্রধান সড়কে ময়লার স্তূপ, চরম ভোগান্তিতে এলাকাবাসী শেরপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনকে ১০ দিনের কারাদণ্ড বিয়ের ৩০ বছর পর একসঙ্গে দাখিল পাস করলেন স্বামী-স্ত্রী পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজার কাছে একাধিক গাড়ির ভয়াবহ সংঘর্ষ
শেয়ারবাজারে হঠাৎ ‘পচা’ কোম্পানির দাপট

শেয়ারবাজারে হঠাৎ ‘পচা’ কোম্পানির দাপট

ভিশন বাংলা ডেস্ক: গত সপ্তাজুড়ে দেশের শেয়ারবাজারে পতন প্রবণতা থাকলেও শেয়ারের দাম বাড়ার ক্ষেত্রে এক প্রকার দাপট দেখিয়েছে পচা বা ‘জেড’ গ্রুপের প্রতিষ্ঠান।

গত সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ২১০টি বা ৫৬ শতাংশ প্রতিষ্ঠানের দরপতন হয়েছে। এমন পতনের বাজারে দাম বাড়ার শীর্ষ ১০টি স্থানের মধ্যে সাতটিই দখল করেছে ‘জেড’ গ্রুপের প্রতিষ্ঠান।

এর মধ্যে গত সপ্তাহজুড়ে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের ক্ষেত্রে চাহিদার শীর্ষে ছিল ‘জেড’ গ্রুপের প্রতিষ্ঠান পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং। দীর্ঘদিন ওটিসিতে থাকার পর গত ১৩ জুন কোম্পানিটিকে মূল বাজারে ফিরিয়ে আনে ডিএসই।

মূল বাজারে ফিরে কোম্পানিটির শেয়ার চমক দেখিয়েছে। গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের প্রতি কার্যদিবসেই প্রতিষ্ঠানটির শেয়ার দাম বেড়েছে। এতে এক সপ্তাহেই কোম্পানিটির শেয়ার দাম ১১৩ দশমিক ৩৩ শতাংশ বেড়ে গেছে।

পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের পরই, গেল সপ্তাহে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে ওটিসি থেকে মূল বাজারে ফেরা আর এক প্রতিষ্ঠান তমিজউদ্দিন টেক্সটাইল। এক সপ্তাহে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৬৩ দশমিক ২৫ শতাংশ।

পরের স্থানটিও দখল করেছে ওটিসি থেকে মূল বাজারে ফেরা আর এক প্রতিষ্ঠান- বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং। গেল সপ্তাহে এই কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৫৮ দশমিক ৮৯ শতাংশ।

‘জেড’ গ্রুপের এই তিন প্রতিষ্ঠানের পরই গত সপ্তাহে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে সাফকো স্পিনিং। এ কোম্পানিটিরও আর্থিক অবস্থা খুব একটা ভালো না। ‘বি’ গ্রুপে থাকা কোম্পানিটির শেয়ার দাম গত সপ্তাহজুড়ে বেড়েছে ৫১ দশমিক ৮৩ শতাংশ।

মূল্যে বড় ধরনের উত্থান হলেও কোম্পানিটি সর্বশেষ ২০১৮ সালে বিনিয়োগকারীদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তার আগে ২০১৭ সালে ৪ শতাংশ এবং ২০১৬ সালে ৩ শতাংশ নগদ লভ্যাংশ দেয় প্রতিষ্ঠানটি।

সাফকো স্পিনিংয়ের পরের চারটি স্থানই রয়েছে জেড গ্রুপের প্রতিষ্ঠানের দখলে। এর মধ্যে ওটিসি থেকে গত সপ্তাহে মূল বাজারে ফেরা মুন্নু ফেব্রিকসের শেয়ার দাম বেড়েছে ৪৮ দশমিক ১৫ শতাংশ।

বাকি তিন প্রতিষ্ঠানের মধ্যে সি অ্যান্ড এ টেক্সটাইলের ৪০ দশমিক ৭৪ শতাংশ, এরামিট সিমেন্টের ৩২ দশমিক ৬০ শতাংশ এবং তুং হাই নিটিং অ্যান্ড ডাইংয়ের ২৭ দশমিক ৭৮ শতাংশ দাম বেড়েছে।

গেল সপ্তাহে দাম বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় স্থান করে নেয়া ‘এ’ গ্রুপের প্রতিষ্ঠান রয়েছে মাত্র দুটি। এর মধ্যে ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার দাম বেড়েছে ২৬ দশমিক ৫৫ শতাংশ। আর রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ার দাম বেড়েছে ২৬ দশমিক ২৭ শতাংশ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com