সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
২৫তম বার্ষিক সাধারণ সভায় প্রগতি লাইফের ১৫% নগদ লভ্যাংশ অনুমোদন দর বৃদ্ধির শীর্ষে রূপালী ব্যাংক কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ তরুণদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে: প্রধান উপদেষ্টা ব্র্যাক ব্যাংকের সিইও তারেক রেফাত উল্লাহ খানকে প্রগতি লাইফের শুভেচ্ছা বিধিবহির্ভূত বিলাসবহুল ফ্ল্যাট বরাদ্দ নেয়ার অভিযোগ, আইডিআরএ চেয়ারম্যানকে দুদকে তলব নাইজেরিয়ায় বিয়ের বাস নদীতে পড়ে প্রাণ গেল ১৯ জনের গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের সিইও পদে ফারজানা চৌধুরীর পুনঃনিয়োগ বৈষম্যের শিকার খালেক মিয়া ইসলামী ইন্সুরেন্সে স্বপদে ফিরতে চান সাতক্ষীরার সীমান্ত দিয়ে চার শিশুসহ ১০ বাংলাদেশি হস্তান্তর
ঠাকুরগাঁওয়ে করোনায় মৃত্যুতে রেকর্ড, একদিনে ৮ জনের মৃত্যু !

ঠাকুরগাঁওয়ে করোনায় মৃত্যুতে রেকর্ড, একদিনে ৮ জনের মৃত্যু !

অন্তর রায় প্রিন্স, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত অবস্থায় একদিনে ৮ জনের মৃত্যু হয়েছে। এটিই ছিলো জেলার একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। এর আগে গত ২৬ জুন একদিনে সর্বেচ্চ ৫ জনের মৃত্যু হয়। এদিকে গত ২৪ ঘন্টায় জেলায় মোট ১৮৩টি নমুনা পরীক্ষা করে ১০৩ জনের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়াল ৩১৮৭ জন, আক্রান্তদের মধে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়েছেন ১৭৯৫ জন আর এ পর্যন্ত মৃত্যু বরণ করল ৮১ জন।

আজ মঙ্গলবার (২৯ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য তুলে ধরেন জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৮ জন। এদের মধ্যে সদর উপজেলায় রয়েছেন একজন, বালিয়াডাঙ্গীতে ২জন, পীরগঞ্জে একজন, রাণীশংকৈলে ৩জন ও হরিপুরে একজন।

নতুন শনাক্ত ১০৩ জনের মধ্যে সদর উপজেলায় রয়েছেন ৫৭ জন, বালিয়াডাঙ্গীতে ৯ জন, পীরগঞ্জে ১৪ জন, রাণীশংকৈলে ১৯ জন ও হরিপুরে ৪ জন।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ও বাসায় থেকে যারা চিকিৎসা নিচ্চিছিলেন তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৭ জন।

এছাড়া করোনার বিস্তার রোধে জেলাবাসিকে সরকারি নির্শেনা পালনসহ সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com