সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৩১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জে সিজারের আগে অজ্ঞান করার ইনজেকশন দিতেই অন্তঃসত্ত্বা গৃহবধূ নিলুফা ইয়াসমিনের (২৪) মৃত্যু হয়েছে। সে তাড়াশ উপজেলার উত্তর মথুরাপুর গ্রামের শামছুল আলমের মেয়ে এবং রংপুরের চরখালি শেরপুর গ্রামের রুবেল হোসেনের স্ত্রী। সদর থানার এসআই সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার দুপুরে ওই অন্তঃসত্ত্বাকে সিরাজগঞ্জ পৌর এলাকার মঈনুদ্দিন মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যার দিকে তাকে সিজার করার জন্য অপারেশন টেবিলে নিয়ে যায়। এ সময় চিকিৎসক অজ্ঞান করার ইনজেকশন দিলে সিজার করার আগেই সে মারা যায়। এতে গৃহবধূর স্বজনেরা ম্যানেজারকে মারধর ও হাসপাতাল ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ওই হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা এখন পলাতক রয়েছে বলে তিনি উল্লেখ করেন।