বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:২৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন শুরু হয়েছে। রবিবার (১৪ নভেম্বর) বিকাল চারটায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
করোনাভাইরাস মহামারির মধ্যে অনুষ্ঠিত অন্য অধিবেশনগুলোর মতো এবারও স্বাস্থ্যবিধি মেনে সংসদ চলবে। এক্ষেত্রে কোভিড-১৯ নেগেটিভ সনদ থাকা সংসদ সদস্যরাই অধিবেশনে যোগ দিতে পারবেন। প্রতিদিন ১০০-১২০ জন সংসদ সদস্যের উপস্থিতিতে বসবে সংসদের বৈঠক।
এই অধিবেশনের শেষের দিকে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে। স্পিকার শিরীন শারমিন চৌধুরী জানিয়েছেন, আগামী ২৪ ও ২৫ নভেম্বর এ আলোচনা হতে পারে, যেখানে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
অধিবেশনের শুরুতে স্পিকার প্রথমে সভাপতিমণ্ডলী মনোনয়ন করেন। এবার অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন শামসুল হক টুকু, এবি তাজুল ইসলাম, নজরুল ইসলাম বাবু, কাজী ফিরোজ রশীদ, বাসন্তী চাকমা।
স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এদের মধ্যে অগ্রবর্তীজন অধিবেশনে সভাপতিত্ব করবেন। পরে স্পিকার শোক প্রস্তাব উত্থাপন করেন।
সাবেক সংসদ সদস্য মিজানুল হক, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, ফজলুল হক আসপিয়া, মকবুল হোসেন, আলী ওসমান খান, শেখ সাহিদুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।
এছাড়া আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল বাসেত মজুমদার, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক কুলসুম জাহান, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সৈয়দ আবু নছর, পীরগঞ্জ আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান রাঙা, একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত অভিনেতা ইনামুল হক, অভিনেতা মাহমুদ সাজ্জাদ, শিশু সাহিত্যিক ও বর্ষীয়ান সাংবাদিক রফিকুল হক দাদুভাই, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কাজী সামসুল আলম, সংসদ সচিবালয়ের সাবেক যুগ্মসচিব আব্দুস শহীদ, সহকারী সচিব আইউব আলী খানের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।