রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন

টেকনাফে আইস-ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ২৭২

নিজস্ব প্রতিবেদক: টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং ৫ হাজার পিস ইয়াবাসহ একজন রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১০ জানুয়ারি) রাত অনুমান ১০টা ৪৫ মিনিটে টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে টেকনাফ থানাধীন পুরাতন পল্লান পাড়া এলাকা থেকে ওই রোহিঙ্গা নারী মাদক কারবারিকে আটক করা হয়।

জানা যায়-জব্দকৃত এই মাদকের আনুমানিক মূল্য পৌনে ৩কোটি টাকা। আটককৃত আসামি মৃত ফারুকের স্ত্রী মোছা. হাসিনা (৩০)।

টেকনাফ থানা পুলিশ জানায়-আটক হাসিনার হেফাজত হতে ৫০০শ (পাঁচশত) গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং ৫ হাজার (পাঁচ হাজার) পিস ইয়াবা (মাদক) উদ্ধার করে উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়-আটককৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com