রবিবার, ১৮ মে ২০২৫, ০৫:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে দুই চাঁদাবাজকে আটক করেছে র্যাব-১১। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৩ হাজার ৪১০ টাকা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গতকাল শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে চিটাগাংরোড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন চাঁদপুরের মতলবের শিপিরকান্দি এলাকার মৃত আঃ রশিদের ছেলে মোঃ জামাল হোসেন (৪০) এবং শরীয়তপুরের ডামুড্যা থানার ডামুড্যা এলাকার ঢালী মোশারফ হোসেনের ছেলে মোঃ সেলিম হোসেন (৩৩)।
আজ শনিবার (২২ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১’র সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিজওয়ান সাঈদ জিকু জানান, তারা দীর্ঘদিন যাবৎ সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকায় ফুটপাতের দোকান মালিকদের জানমালের ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দোকানপ্রতি দৈনিক ১৫০ টাকা থেকে ২০০ টাকা করে চাঁদা আদায় করে আসছিল।
তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।