সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় ৮০০ নেতার বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে: রিজভী নির্বাচন কবে, সেই ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকেই : প্রেস উইং মোহাম্মদপুরে সন্ত্রাসী রহিম ও তার ছেলের অত্যাচার নির্যাতনে অসহায় এলাকাবাসী উত্তরা ব্যাংকের এমডি রবিউল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারনের দাবিতে রাজপথে বিল্পবী ছাত্র জনতা ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজার সেনাকুঞ্জে খালেদা জিয়াকে দেখে কেঁদে ফেললেন মির্জা ফখরুল সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ওসমানী জাতীয় স্মৃতি পরিষদ-এর বিশেষ বাণী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য হলেন বীর মুক্তিযোদ্ধা খ. ম. আমীর আলী ছাত্র বৈষম্য আন্দোলনে আহতদের জন্য আর্থিক সহায়তা নিয়ে পাশে বিএনপি নেতা মোঃ সাইফুল ইসলাম নরসিংদীর মনোহরদীতে প্রথমবারের মতো বিজ্ঞানক্লাব ‘নেবুলাস’-এর যাত্রা শুরু
প্রয়াত আসলামুল হক-এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রয়াত আসলামুল হক-এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এম. আসমত আলী: চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাসমুক্ত, নিরাপদ ও আধুনিক ঢাকা বিনির্মাণে র স্বপ্নদ্রষ্টা প্রয়াত তিন বার নির্বাচিত সফল সংসদ সদস্য মরহুম মোঃ আসলামুল হক এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । শনিবার (২ এপ্রিল) মিরপুরের মাজার রোডের ১০ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে মায়িশা গ্রুপের কো চেয়ারম্যান মাকসুদা হকের উদ্যোগে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

মরহুম আসলামুল হকের স্ত্রী মাকসুদা হক বলেন, ঢাকা-১৪ তথা এই মিরপুর ছিলো আমার প্রয়াত স্বামীর আরেকটি পরিবার। তাই আমি ও আমার পরিবার সর্বদা মিরপুরবাসীর সাথে আছি।

তিনি আরো বলেন, আমরা যদি মরহুম জননেতা আসলামুল হকের জীবন থেকে শিক্ষা নিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারি তবেই এই স্মরণসভা স্বার্থক হবে। অন্যথায় এই আয়োজন কেবলই একটা আনুষ্ঠানিকতা হয়ে থাকবে। তাই আমরা চাইনা এই স্মরণসভা শুধু আনুষ্ঠানিকতা হয়ে থাকুক। আমরা চাই সবাই মানুষের উপকার করুন, বিপদে মানুষের পাশে দাঁড়ান, তবেই আসলামুল হককে স্মরণ করা হবে, স্বার্থক হবে এই আয়োজন।

আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, আসলামুল হক ছিলেন নিবেদিতপ্রাণ রাজনীতিক। দেশ ও দলের জন্য তার অবদান উল্লেখযোগ্য। ঢাকা-১৪ আসনের জনগণসহ তার দল বাংলাদেশ আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীরা তাকে শ্রদ্ধা ও ভালোবাসার সাথে স্মরণ রাখবে।

ঢাকা-১৪ আসনের মাননীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু মোঃ আসলামুল হকের চলে যাওয়াকে দল ও দেশের অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেন। দলে তার অভাব সহজেই পূরণ হবার নয় বলে জানান তারা।

ঢাকা-১৪ আসনের মাননীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টুর সভাপতিত্বে স্মরণসভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এর সভাপতি শেখ বজলুর রহমান, এম এম মান্নান কচি (সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ), আজিজুল হক রানা (সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ), মোবাশের চৌধুরী (যুগ্ম সাধারণ সম্পাদক, আওয়ামী সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটি), এস এম হানিফ (সভাপতি, মিরপুর থানা আওয়ামী লীগ), এড. কাজী আজাদ (সাধারণ সম্পাদক, মিরপুর থানা আওয়ামী লীগ), এ বি এম মাজার আনাম (সভাপতি, দারুসালাম থানা আওয়ামী লীগ), কাজী ফরিদুল হক হ্যাপি (সাধারণ সম্পাদক, দারুসালাম থানা আওয়ামী লীগ), কাশেম মোল্লা (সাধারণ সম্পাদক, শাহ আলী থানা আওয়ামী লীগ), মোহাম্মদ ইসমাঈল হোসেন (সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর যুবলীগ)।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি, ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৪ আসনের বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু। এবং এছাড়াও সাবেক সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের যুবমহিলা লীগের সভাপতি সাবিনা আক্তার তুহিন। আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর , মিরপুর, দারুস সালাম, শাহ আলী থানার আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ , প্রধান শিক্ষক সহ শিক্ষক বৃন্দ। মোঃ আসলামুল হক ১৪ মে, ১৯৬১ সালে জন্ম গ্রহণ করেন। তাঁর ষাট বছরের জীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বক্তারা বলেন, মরহুম মো: আসলামুল হক ভূমি ব্যাবস্থাপনা, রিয়েল এস্টেট, বিদ্যুৎ উৎপাদন ও বিক্রয়, রাসায়নিক আমদানি, ভোগ্যপণ্য ব্যাবসা ও বানিজ্য করতেন। তার এলাকায় সমস্ত স্কুল, কলেজ, মাদ্রাসায় যখন যাহা সাহায্যর প্রয়োজন হতো, তখনই মিটিয়ে দিতেন। এই সমস্ত কাজে কোন কার্পন্যতা করতেন না। তিনি জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদের কে, তার পরিবারের সদস্যদের কে খুব ভালোবাসতেন। তিনি আসলে নেতা ছিলেন না, তিনি ছিলেন আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী। এমনি বিভিন্ন স্মৃতিচারণের মাধ্যমে বক্তারা তাদের প্রাণপ্রিয় নেতাকে এই বিশেষ দিনে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন। সবশেষে সবাই হযরত শাহ্ আলী বোগদাদী রহঃ মাজার শরীফ মসজিদের খতিব ও ইমাম এর মাধ্যমে দোয়ায় অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, পেশায় ব্যবসায়ী মরহুম মো: আসলামুল হক রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন, তিনি ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সহ সভাপতি ছিলেন। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে ঢাকা-১৪ আসন থেকে তিনি তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মায়িশা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মরহুম মোঃ আসলামুল হক ভূমি ব্যবস্থাপনা, রিয়েল এস্টেট, বিদ্যুৎ উৎপাদন ও বিক্রয়, কেমিক্যাল আমদানি, কনজ্যুমার প্রোডাক্টস ও ট্রেডিং ব্যবসার সাথেও জড়িত ছিলেন। আওয়ামী লীগ সংসদ সদস্য মরহুম মো: আসলামুল হক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তিনি ‘দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ’ এর সদস্যও ছিলেন। গত ৪ এপ্রিল ২০২১ সালে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য থাকাকালীন সময়ে  হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com