সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:০৫ পূর্বাহ্ন
গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা জাতীয় পুষ্টি সপ্তাহ২০২২ইং উপলক্ষ্যে কিশোর-কিশোরীদের পুষ্টির গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত। রবিবার সকাল ১১ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সভা কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে “সঠিক পুষ্টিতে সুস্থ জীবন”স্লোগানে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃজিয়াউল ইসলাম চৌধুরী,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃমুবাশ্বিরা বিনতে আলম এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারব মোঃজাকির হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ আসাদুল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মমতাজ বেগম,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাহিম আহম্মেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমজান আরা বেগম প্রমুখ। সেমিনারে বিভিন্ন বিদ্যালয়ের অর্ধশত ছাত্র/ছাত্রী, শিক্ষক,সাংবাদিক প্রতিনিধি উপস্থিত ছিলেন, সেমিনারে সপ্তাহ ব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২২ইং সফল করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী সম্পর্কে অবগত ও কিশোর কিশোরীদের শরীরে পুষ্টির অভাব পূরণে করনীয় বিষয়ে আলোচনা করা হয়।