সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: সঞ্চালন ও বিতরণ গ্যাস লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৩ মে থেকে দুই দিন আমিন বাজার, হেমায়েতপুর, সাভার, সাভার ইপিজেড, আশুলিয়া, ধামরাইয়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আজ শুক্রবার (২৯ এপ্রিল) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, সঞ্চালন ও বিতরণ গ্যাস লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৩ মে ঈদের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা ওইসব এলাকায় গ্যাস থাকবে না।
এর সাথে গাবতলী, মাজার রোড, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর, মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
ঈদ কবে হবে এ বিষয়টি নিয়ে আমাদের সবার মধ্যে একটা কৌতূহল বিরাজ করে। কারণ মুসলিমরা দীর্ঘ সময় রোজা সম্পন্ন করে এ ঈদের আনন্দ উপভোগ করতে চাই। ঈদের তারিখ নির্ভর করে কয়টি রোজা হবে সেটার ওপরে। তাই আগে থেকে নিশ্চিতভাবে তারিখ বলা সম্ভব নয়। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী ৩ মে বাংলাদেশে ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে।