বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন নরসিংদী জেলার ব্যাপক সাফল্য: ২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো প্রতিযোগিতা সম্পন্ন মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ল ৫ হাজার টাকা কর্ণফুলী ইন্স্যুরেন্সের ‘বার্ষিক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণা ও বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমে শিশুদের ব্যবহার বন্ধের দাবি ১৪ গোলে উড়িয়ে দিয়ে সাফ নারী চ্যাম্পিয়ন বাংলাদেশ

মিরপুরে সাত ভবনের ৮৫টি গ্যাস সংযোগই অবৈধ

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদক : মিরপুরের মাজার রোডে অবস্থিত বর্ধনবাড়ি। এই বাড়িতে ৩৬টি গ্যাসলাইনের সংযোগ দেওয়া আছে, যার ৩৫টিই অবৈধ। অর্থাৎ একটি বৈধ লাইনের মধ্য দিয়ে সব লাইন তৈরি করা হয়েছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানির বিশেষ অভিযানে দেখা যায় বর্ধনবাড়ির এই চিত্র।

গতকাল বুধবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার এক বিশেষ অভিযান পরিচালনা করে। ঢাকা জেলার ম্যাজিস্ট্রেট দিদারুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন মিরপুর তিতাস জোনের ব্যবস্থাপক প্রকৌশলী শাহিদুর রহমান।

সারা দিনের অভিযানে সাতটি ভবনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এই সাতটি ভবনে ১০৯টি গ্যাস সংযোগের মধ্যে শুধু ২৪টি ছিল বৈধ। ৮৫টি গ্যাস সংযোগ অবৈধভাবে দেওয়া হয়েছে। অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার কারণে ভবনগুলোর মালিকদের এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেন ঢাকা জেলা মেজিস্ট্রেট।

অভিযানের প্রথমেই তাঁরা বর্ধনবাড়িতে প্রবেশ করেন। এ সময় ৩৫টি গ্যাসলাইনই অবৈধ বলে প্রমাণ পাওয়ার সঙ্গে সঙ্গে তিতাস গ্যাসের পক্ষ থেকে বাড়ির সব গ্যাসলাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়। অন্যদিকে ঢাকা জেলার ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে অবৈধ গ্যাসলাইন ব্যবহার করার কারণে বাড়ির জমির মালিক সৌরভ আহমেদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এই জরিমানা পরিশোধ করতে না পারলে অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ডের কথা জানান ঢাকা জেলার ম্যাজিস্ট্রেট দিদারুল ইসলাম।

এর পরই শুরু হয় হট্টগোল। বাড়ির মালিকদের পক্ষ থেকে গ্যাসের বিল প্রদানের স্লিপ দেখানো হয়। স্লিপে দেখা যায়, ওই বাড়ির প্রতিটি ফ্ল্যাটের গ্যাসের বিল বাড়িটির ডেভেলপার কম্পানি গ্রহণ করেছে। প্রতিটি ফ্ল্যাটের মালিকের কাছে এই কম্পানিতে দেওয়া টাকার বিলের রসিদ রয়েছে। কারো কাছেই তিতাস গ্যাসের বিলের রসিদ নেই। এ বিষয়ে জানতে চাইলে জমির মালিক সৌরভ আহমেদ বলেন, ‘২০১৯ সাল থেকে আমরা ডেভেলপার কম্পানিকে বিল দিয়ে আসছি। আমরা যতবার তিতাসের বিলের কাগজের কথা বলছি ততবারই বলছে ওইগুলো কম্পানির কাছে আছে। আমরা কেন এখন দায়ভার নেব? আপনারা কম্পানিকে ধরেন।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com