নিজস্ব প্রতিবেদক : সারা দেশে বিপুল উৎসাহ উদ্দীপনায় পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। গত কয়েক দিনের ভাপসা গরম আর হাঁসফাঁস অবস্থা না থাকায় জনমনে নেমে এসেছে স্বস্তি। গতকাল বিকেলে রাজধানীতে বৃষ্টি হওয়ায় রাজধানীজুড়ে ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করছে। এদিকে আজ শনিবারও ঈদের দিন রাজধানীতে নেমেছে বৃষ্টি। এমন কাঙ্ক্ষিত বৃষ্টি পেয়ে তা উপভোগ করছেন রাজধানীর মানুষ।
আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। এতদিন পর এমন বৃষ্টি পেয়ে মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে।


																
								
                                    
									
                                
										
																			
										
																			
										
																			
										
																			
										
																			
										
																			
										
																			
										
																			
										
																			
										
																			
										
																			
										
																			
										
																			
										
																			
										
																			
										
																			
										
																			
										
																			
										
																			
										
																			
										
																			
										
																			
										
																			
										
																			
										
																			
