রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:১৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ বিশ্বকাপে। আজকে সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ বিশ্বকাপ আসরের ৫ম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামেন।
টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মার্কাম। বাংলাদেশ বাজে বোলিং এর কারনে তারা নির্দিষ্ট ৫০ ওভারে ৩৮২ রান করে।
জবাবে বাংলাদেশের ওপেনিং কিছুটা ভালো শুরু করলেও ৩০ রানে জেনসেনের বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেন তানজিদ হাসান। এরপরই আসা যাওয়া শুরু হয়। ৫৮ রানে যখন ৫ উইকেট হারায় তখন বোলিংদের নিয়ে জুটি করে ভালো অবস্থানে নিয়ে দলকে কিছুটা হলেও লজ্জা হার থেকে রক্ষা করে বুড়ো হয়ে যাওয়া রিয়াদ।
মঙ্গলবার (২৪ অক্টোবর) ওয়াংখেড়েতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৮২ রান তুলে দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ১৭৪ রান করেছেন ডি কক। বাংলাদেশের হয়ে ২ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার হাসান মাহমুদ। জবাবে খেলতে নেমে ৪৬ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২৩৩ রানে থেমেছে বাংলাদেশ। সর্বোচ্চ ১১১ রান এসেছে মাহমুদউল্লাহর ব্যাট থেকে।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।