সোমবার, ১৯ মে ২০২৫, ০৮:০০ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় ৩ কোটি ৮৫ লক্ষ টাকা ব্যয়ে জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবন নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে পাইকপাড়া জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
এতে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডক্টর মোস্তফা কামাল চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক মোঃ আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মোঃ হেলাল উদ্দিন, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইমরান ভূইয়া প্রমূখ। এ সময় বক্তারা বলেন, এই ভবনটি নির্মিত হলে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সক্ষমতা বহু গুণ বেড়ে যাবে, যা জেলার প্রাণিসম্পদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।