সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৩৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: আগামী ৭ এপ্রিল শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল। ভারতের এই আকর্ষণীয় টি-টোয়েন্টি প্রতিযোগিতায় মোস্তাফিজুর রহমানের দল মুম্বাই ইন্ডিয়ান্স। বর্তমান চ্যাম্পিয়নদের দলে যোগ দিতে শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ের পথে রওনা দিয়েছেন কাটার-মাস্টার।
যাওয়ার আগে ভেরিফায়েড ফেসবুক ও টুইটার পেজে মোস্তাফিজ লিখেছেন, ‘ভারতে যাচ্ছি, কারণ এটা আইপিএল সময়। মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোয়াডে যোগ দিতে আর অপেক্ষা করতে পারছি না।’
গত দুটি আইপিএলে মোস্তাফিজ খেলেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। এবার হায়দরাবাদ তাকে ছেড়ে দেওয়ায় নিলামে ২ কোটি ২০ লাখ রুপিতে বাঁহাতি পেসারকে কিনে নিয়েছে মুম্বাই।
২০১৬ সালে আইপিএলে অভিষেক মৌসুমেই জ্বলে উঠেছিলেন মোস্তাফিজ। ১৬ ম্যাচে মাত্র ৬.৯০ ইকোনমি রেটে ১৭ উইকেট নিয়ে অবদান রেখেছিলেন সানরাইজার্সের শিরোপা জয়ে। আইপিএলের সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতে দেশে ফেরার পর বিমানবন্দরে পেয়েছিলেন ফুলেল শুভেচ্ছা।
গতবার অবশ্য আইপিএলে ভালো করতে পারেননি কাটার-মাস্টার। একটাই ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। ২.৪ ওভার বোলিং করে ৩৪ রান দেওয়ার পর আর কোনও ম্যাচে মাঠ নামার সুযোগ পাননি। এবার ভালো করার লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিতে যাচ্ছেন মোস্তাফিজ।