সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:২৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলগাঁওয়ে র্যাবের চেকপোস্টে হামলা চেষ্টার ঘটনায় সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ মে দিন ধার্য করেছেন আদালত।
আজ রবিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম আমিনুল হক নতুন এ দিন ধার্য করেন।
উল্লেখ্য, গত বছরের ১৮ মার্চ ভোরে রাজধানীর খিলগাঁওয়ের শেখের জায়গা নামক স্থানে র্যাবের নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলার চেষ্টা চালিয়ে নিহত হয়েছে এক মোটরসাইকেল আরোহী। এ সময় সেখানে থাকা র্যাব সদস্যরা গুলি চালালে হামলাকারী গুরুতর আহত হন। একই সঙ্গে আহত হন ২ র্যাব সদস্য।
ঘটনার রাতেই র্যাব-৩ এর উপ-সহকারী পরিচালক কাজী হাসানুজ্জামান নিহত ব্যক্তিসহ অজ্ঞাত তিনজনকে আসামি করে খিলগাঁও থানায় মামলা করেন।