রবিবার, ১৮ মে ২০২৫, ০৯:০২ অপরাহ্ন
বরগুনা প্রতিনিধিঃ একটা মানুষ মারতে কয়টা গুলি লাগে স্যার? সোনার বাংলা সোনার বাংলা শ্মশান কেন? এই মুহূর্তে দরকার পতন আর সংকার, এরকম বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে বরগুনায় বৃষ্টির মধ্যেই চলছে শিক্ষার্থী-জনতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোল।
শনিবার (৩ আগষ্ট) সকাল সাড়ে ১১ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনকারীরা বরগুনা সরকারি কলেজ থেকে একটি মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় সদরঘাট মসজিদ, বরগুনা প্রেসক্লাব ও অগ্নিঝড়া ৭১ চত্বরে সমাবেশে রূপ নেয়।
বরগুনা প্রেসক্লাব ও অগ্নিঝড়া ৭১ চত্বরে সদর রোড আটকিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে। এসময় হাজার হাজার মানুষ মিছিলে অংশগ্রহণ করেন। অবস্থান ধর্মঘট কর্মসূচি কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে যোগ দিতে বিভিন্ন স্কুল কলেজ থেকে শিক্ষার্থী ও সাধারণ মানুষ আসতে দেখা গেছে এই সমাবেশে।
শিক্ষার্থীরা বলেন, যে সরকারের হাতে আমাদের ভাইদের রক্ত সেই সরকারের পদত্যাগ চাই ,আমাদের দাবী যতদিন আদায় না হবে আমরা রাজপথ ছাড়বো না এবং আমরা আমাদের সকল কর্মসূচি চালিয়ে যাবো।
এর আগে গতকাল শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ঘোষণা দেন সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা একইসঙ্গে রোববার থেকে ‘সর্বাত্মক অসহযোগ কর্মসূচি’ ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।