শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:৫৩ পূর্বাহ্ন
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও ওলামা বিভাগীয় কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হলে এ দেশে ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না। কোনো আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী শক্তি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়েও আর ছিনিমিনি খেলতে পারবে না।
রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ওলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম বলেন, দেশ দ্বিতীয়বার স্বাধীন হলেও আমরা এখনো ইসলামি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে পারিনি। ইসলামি আদর্শই পারে একটি ইনসাফপূর্ণ আদর্শ সমাজ ব্যবস্থা কায়েম করতে। ইসলামি রাষ্ট্র ব্যবস্থাই পারে একটি সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা উপহার দিতে।
তিনি বলেন, দেশে এখন সবচেয়ে বড় সংকট দক্ষ, সৎ ও চরিত্রবান নেতৃত্বের। এই সংকট আলেম ওলামাদের পূরণ করতে হবে। তাই ওলামাদের দেশের নেতৃত্ব সংকট পূরণ করতে সব বিবেদ ভুলে নিজেদের প্রস্তুত করতে হবে। এ জন্য মসজিদগুলোকে ইসলামের সঠিক দাওয়াতের কেন্দ্র বানাতে হবে। কওমি বলেন, আলিয়া বলেন, সব ওলামাদের মাঝ খানের দেয়াল ভেঙে ফেলতে হবে। সবাই আমরা মৌলিক বিষয়ে এক। তাই অযথা আমরা বিবেদ তৈরি করব না।
সম্মেলনে জেলা জামায়াতের আমীর ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা সেফাউল হকের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন। আরো বক্তব্য দেন ওলামা বিভাগের ঢাকা উত্তর বিভাগীয় টিম প্রধান মাওলানা দেলোয়ার হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি সফি উদ্দিন, জেলা নায়েবে আমীর আবদুল হাকিম, জেলা সহকারী সেক্রেটারি আনিসুর রহমান বিশ্বাস প্রমুখ।