রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৩৬ পূর্বাহ্ন
ডিমলা (নীলফামারী) থেকে আব্দুর রাজ্জাকের পাঠানো প্রতিবেদন:
নীলফামারী ডিমলা উপজেলার খড়িবাড়ি ইউনিয়নের বন্যা কবলিত এলাকার দুর্দশাগ্রস্থ মানুষের মাঝে খাবার সহায়তা প্রদান করেছে উত্তর সীমান্ত সমাজ কল্যাণ ক্লাব,আর্থিক সহযোগিতা করেন বঙ্গাব্দ ফাউন্ডেশন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) আকস্মিক এ ভয়াবহ বন্যা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন উত্তর সীমান্ত সমাজ কল্যাণ ক্লাবের
সভাপতি এলাকার ক্ষতিগ্রস্ত২৫০ পরিবারের মাঝে খাবার বিতরণ করেন। বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন।
বন্যাদুর্গত মানুষের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ করার কথা বলেন। প্রশংসা করে ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে সহায়তা অব্যাহত রাখতে আহ্বান জানান সকলের প্রতি।
ত্রাণ বিতরণ কার্যক্রমে আরো এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বললে তারা বলেন এ ক্লাবের আমাদের পূর্বেও অনেক সহযোগিতা করছেন।
চড় এলাকার ইউপি সদস্যর উপস্তিত ছিলন এবং উত্তর সীমান্ত সমাজ কল্যাণ ক্লাবের সকল সদ্যসদের অভিন্দন জানান ।
উত্তর সীমান্ত সমাজ কল্যাণ ক্লাবের সভাপতি মোস্তাসিরুল হাচানের সঙ্গে কথা বলে তিনি বলেন মানুষের পাশে যেন সব সময় থাকতে পারি। ক্লাবে আমাদেরকে কেউ যদি সহযোগিতা করে আমরা আরো এগিয়ে যেতে পাড়ব ।