মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৭:১২ পূর্বাহ্ন

শরণখোলায় সাংবাদিকদের সাথে বিএনপি নেতা কর্মীদের মত বিনিময়

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৩৬

বাগেরহাটের শরণখোলা থেকে ক্রাইম রিপোর্টার রাজিব হোসেনের প্রতিবেদন:

বাগেরহাটের শরণখোলায় উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপি নেতা কর্মীরা। ১০ অক্টোবর দুপুরে শরণখোলা উপজেলা প্রেসক্লাবে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আঃ মালেক রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির উপদেষ্টা জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ডক্টর কাজী মনিরুজ্জামান মনির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট ফারহানা জাহান নিপা ও জাতীয়তাবাদী বন্ধু দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শরীফ মোস্তফা জাহান লিটু।

অনুষ্ঠানে প্রধান অতিথি ডক্টর কাজী মনিরুজ্জামান মনির বলেন আমরা শহীদ জিয়ার সৈনিক। তারেক জিয়ার আদর্শের রাজনীতির সাথে জড়িত। দলের মধ্যে যারা বিভাজন তৈরি করে তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। দলের মধ্যে অনুপ্রবেশকারীদের ঠেকাতে হবে। বিশেষ অতিথি ফারজানা জাহান নিপা বলেন, তারেক জিয়ার নির্দেশন অনুযায়ী চাঁদাবাজি ও দখল বাজি যারা দলের মধ্যে করবে তাদের বিএনপির মধ্যে কোন স্থান থাকবে না। শরণখোলা মোড়লগঞ্জের বিএনপি নেতাদের একটি পরিবারের মধ্যে ঐক্য হতে হবে যাদের যোগ্যতা আছে রাজনৈতিক পরিচয় আছে তাদেরকে নির্বাচনে সুযোগ দেবেন এমন প্রত্যাশা করেন তিনি। যারা ফ্যাসিবাদী সরকারের সাথে আঁতাত করে বিএনপি নেতা কর্মীদের নামে মামলা করেছে পুলিশ দিয়ে হয়রানি করেছে তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ও বাগেরহাট জেলা কমিটির নেতৃবৃন্দ কে আহবান জানিয়েছেন।

তিনি আরো বলেন, আমরা দলের মধ্যে এমন কোন কাজ করব না যাতে বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন হয়। শরীফ মোস্তফা জামান লিটু তার বক্তব্য বলেন, বিভিন্ন কারণে শরণখোলা – মোড়লগঞ্জে দলীয় ক্রন্দোল দেখা দিয়েছে এ কারণে দলের মধ্যে অশান্তি বেড়েছে। অনেকে আবার ব্যক্তি স্বার্থ দেখে আওয়ামী লীগ নেতাকর্মীদের পূর্ণবাসন করার চেষ্টা করছে। তিনি আরো বলেন, দলের মধ্যে যদি কেউ চাঁদাবাজি ও দখলদারি করে সাংবাদিকদের মাধ্যমে তথ্য নিয়ে তারেক জিয়ার কাছে পৌঁছানো হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন আগামী নির্বাচনে দলের মধ্য থেকে যোগ্য প্রার্থী বাছাই করে বাগেরহাট-৪ আসনে মনোনয়ন প্রদান করার আহ্বান জানান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com