রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৪২ পূর্বাহ্ন
প্রতিনিধি আরিফুল: কুষ্টিয়া কুমারখালী পূর্ব শত্রুতার জের ধরে বড় ভাইয়ের লাঠির আঘাতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী ছোট ভাই বজলুর রহমান (৫০) গুরুতর জখম হয়েছে। আহত বজলুর কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ভর্তি করানো হয়। গত (২১ সেপ্টেম্বর) শনিবার রাত অনুমান ৮.৩০ মিনিটের সময় উপজেলার চাপড়া ইউনিয়নের সাঁওতা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পর বজলুর রহমানের স্ত্রী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চাপড়া ইউনিয়নের সাঁওতা গ্রামের মৃত বাহাদুর শেখের ৪ নম্বর ছেলের ফজলুর রহমানের সাথে তার আপন ছোট ভাই বজলুর রহমানের জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
এ বিষয়ে বজলুর রহমানের স্ত্রী জানান, গত শনিবার রাত ৮ টা ৩০ মিনিটের সময় আমার স্বামীর কর্মস্থল কুমারখালীর থানার সাঁওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গিয়ে আমার স্বামীকে একা পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমার স্বামী আসামিদের গালিগালাজ করতে নিষেধ করা মাত্র এক পর্যায়ে ফজলুর রহমান (৫৫), ফজলুর রহমানের ছেলে রইচ উদ্দিন (৩৮), মৃত শহিদ শেখের দুই ছেলে সজিব হোসেন (২৪) ও সুজন হোসেন (৩২), মৃত নজরুল শেখের দুই ছেলে জাহিদ হোসেন (৩৮) ও মিলন হোসেন (৩৬) সহ সঙ্গীরা আমার স্বামী বজলুর রহমানের উপর আক্রমণ করে কিল ঘুষি ও বাঁশের লাঠি দিয়ে মেরে অচেতন করে পালিয়ে যায়। পরিবারের লোকজন জানতে পেয়ে তাকে উদ্ধার করে কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এখন স্বামীকে চিকিৎসা করাবো না ছেলে মেয়েদের মুখে দু মোটো ভাত তুলে দিবো। আমার স্বামীকে যারা মেরেছে তাদের বিচার চাই।
আহত বজলুর বলেন, আমার আপন ৪ নম্বার ফজলুল রহমান ভাই দীর্ঘদিন আমার জমিতে জোর করে দখল নিয়ে চাষ করে আসছে। আমার জমি আমি ফেরত চাইতেই আমার ভাই’সহ ভাইয়ের ছেলেরা মিলে আমার উপরে আক্রমণ করে আমার মাথা ফাটিয়ে দেই। মাথায় পাঁচটি সেলাইও দিয়েছি। আমার পায়ে আঘাত করেছে। আমাকে জানে মেরে ফেলার হুমকি দিয়েছে। থানাতে যাতে অভিযোগ না করি আর অভিযোগ করলে আবারও আক্রমণ হবে বলে হুমকিও দেয়। আমার বাড়ি থেকে পাঁচটি ছাগল, ২৫ টি কলার কাদ ও দুইটি বড় গাছ কেটে নিয়ে যাই তাঁরা।
তিনি আরো বলেন, বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি, বাড়িতে যেতে পারছি না। আমি প্রশাসনের কাছে এর উপযুক্ত বিচারের জন্য দৃষ্টি আকর্ষণ করছি। তারা যেন আমার ন্যায্য বিচার করে আমার জমি ফিরিয়ে দেয়।