সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পঁচিশেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় বিএনপি ও সমমনারা নাসিরনগরে মোক্তার  ব্রিক ফিল্ডকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা শরণখোলায় ইউএনও’র বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগে মানববন্ধন গোপালগঞ্জের কাশিয়ানীতে ভুয়া হোমিও ডাক্তারের নকল ঔষধ তৈরি ও প্রতারণা সাদপন্থি শীর্ষ নেতা মুয়াজ বিন নূর হত্যা মামলায় গ্রেপ্তার এখনো ধরাছোঁয়ার বাহিরে ছাত্রলীগ ক্যাডার তরিকুল ইসলাম রাফি ব্যাংকে ডাকাতির চেষ্টা , জিম্মি করা ডাকাতদের আত্মসমর্পণ বাগমারায় মাদক মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজস্ব বাড়লেও উন্নয়নের ছোঁয়া লাগেনি টাঙ্গাইল মির্জাপুরের পশুর হাট ও বাজারের বিজয়ে দিবসে সিরাজগঞ্জে জিসাস-এর দিনব্যাপী কর্মসূচি পালন
উপকূলীয় ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা, সতর্কতা জারি

উপকূলীয় ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা, সতর্কতা জারি

ভিশন বাংলা ডেস্ক:

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ডানা’এর প্রভাবে দেশের ১৪ উপকূলীয় জেলায় স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ফুট উচ্চতার বাড়তি জলোচ্ছ্বাস এবং ঝড়-বৃষ্টি হতে পারে বলে উপকূলবাসীকে সতর্ক থাকতে বলেছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার সন্ধ্যায় আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত হচ্ছে। সারাদেশের আকাশ মেঘলা। তবে ঝড়টি বাংলাদেশের পরিবর্তে ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের মধ্যবর্তী পূরী ও সাগরগিরি দ্বীপ হয়ে মধ্যরাতে উপকূল অতিক্রম করার কথা।’

তিনি আরো বলেন, ঝড়টি সর্বোচ্চ ১১০ কিলোমিটার গতিতে উপকূলে আঘাত হানতে পারে। তবে এর প্রভাবে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। গতকাল দুপুর থেকেই উপকূলে বৃষ্টি হচ্ছে।

এদিকে আবহাওয়া অধিদফতরের ১১ নম্বর বিশেষ বুলেটিনের তথ্যমতে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডানা’ উত্তর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঝড়টি চট্টগ্রাম বন্দর থেকে ৫৫৫ কিলোমিটারর দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৫৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা থেকে ৩৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা থেকে ৪০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

এটি আরো ঘনীভূত হয়ে উত্তর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকা উত্তাল থাকায় মাছ ধরার সকল নৌকা ও ট্রলার সমূহকে সতর্ক থাকতে বলা হয়েছে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ঝড়ের কারণে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপকূলীয় এলাকা এবং তৎসংলগ্ন এলাকার দ্বীপ ও চরসমূহে স্বাভাবিকের চাইতে দুই থেকে তিন ফুট উচ্চতার অধিক জলোচ্ছ্বাস হতে পারে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com