মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন

সাতক্ষীরাতে বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের মানববন্ধন

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ২০৬

সাতক্ষীরা জেলা প্রতিনিধি: বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ৬ দফা দাবিতে মানববন্ধন করে এই সময় মোঃ সাকির হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উক্ত ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক তানভীর ফুয়াদ সদস্য সচিব রতন হোসেন,কার্যকরী সদস্য মোসানুর রহমান, মোঃ আল-আমিন সহ আরও অনেকে।
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মেসিরা স্বাস্থ্য খাতে গুরুর্তপূর্ণ ভুমিকা পালন ন করার পরেও আজ তারা অবহেলিত,২০২১ সালের মহমারী কোভিড-১৯ এর সময় একমাত্র জীবনের ঝুকি নিয়ে মেডিকেল টেকনোলজিস্টরা রোগ নির্নয়ের জন্য মানুষের দ্বারে দ্বারে স্যাম্পল কালেকশন করেছিলো। কোভিড-১৯ সহ বিভিন্ন মহামারিতে মেডিকেল টেকনোলজিস্টদের ভূমিকা অতুলনীয়।

মানববন্ধনে বক্তারা দাবি করেন অনতিবিলম্বে ১০ গ্রেডে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা দিতে হবে ,স্বতন্ত্র পরিদপপ্তর গঠন করতে হবে, WHO এর নিয়ম অনুযায়ী আনুপাতিক হারে পদ সৃজন পূর্বক দ্রুত নিয়োগ এর ব্যবস্থা করতে হবে, বিএসসি পদ সৃজন পূর্বক নবম গ্রেডে নিয়োগ প্রদান করতে হবে পাশাপাশি প্রমোশনের ব্যবস্থা রাখতে হবে,ছাত্র ছাত্রীদের ইন্টার্নি ভাতা চালু করতে হবে,ঢাকা আইএইচটিকে বিশ্ববিদ্যালয়ে রুপান্ত্রিত করতে হবে,মেডিকেল এডুকেশন বোর্ড গঠন সহ প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রনয়ন করতে হবে। মানববন্ধনে বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের সকল ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন, অনতিবিলম্বে দাবি মেনে না নিলে একযোগে সারা বাংলাদেশে ক্লাস পরীক্ষা বর্জন সহ জোরালো কর্মসূচীর ঘোষণা করা হবে বলে বক্তারা জানিয়েছেন। উক্ত আন্দোলনে সাতক্ষীরা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ একাত্ততা ঘোষনা করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com