বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :

ভারতের বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশ

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ এপ্রিল, ২০১৮
  • ৮৭৭

ভিশন বাংলা ডেস্ক: স্বাগতিক ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক হুইল চেয়ার টি-২০ সিরিজ জিতলো বাংলাদেশ। দ্বিপক্ষীয় টি-২০ হুইলচেয়ার ক্রিকেটে সিরিজের তৃতীয় ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ দল। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিলো বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ ১ রানে জিতে লিড নেয় ভারত। তবে দ্বিতীয় ম্যাচ ৭ উইকেটে জিতে সিরিজে সমতা আনে বাংলাদেশ।
প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতা নিয়ে মুম্বাইয়ের গুরগাঁও স্পোর্টস ক্লাব মাঠে সিরিজ নির্ধারনী ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। প্রথমে ব্যাট হাতে নেমে ১৪ ওভারে ১০১ রানে গুটিয়ে যায় স্বাগতিক দল। দলের পক্ষে সর্বোচ্চ ১৩ রান করেন রমেশ। বাংলাদেশের পক্ষে উজ্জল সর্বোচ্চ ৪ উইকেট নেন। এছাড়া রাজন-রিপন-শিপন ১টি করে উইকেট নেন।
জবাবে ৩ উইকেট হারিয়ে ১৮তম ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ১০টি চারের সহায়তায় অপরাজিত ৫০ রান করে দলের জয়ে প্রধান ভূমিকা রাখেন মিঠু। এছাড়া উজ্জলের ব্যাট থেকে আসে অপরাজিত ২৪ রান। ম্যাচ সেরা হন বাংলাদেশের মিঠু এবং সিরিজ সেরা হন একই দলের রিপন।
আগামী শনিবার দিল্লিতে ভারত ও নেপালকে নিয়ে আরেকটি ত্রিদেশীয় টি-২০ সিরিজে অংশ নেবে বাংলাদেশ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com