রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন
মোঃ রাসেল হোসেন:
বরিশাল জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, বরিশাল জেলা শাখা সম্প্রতি নিম্ন আয়ের মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জনাব রণজিৎ কুমার সরকার। তিনি ধ্রুবতারার স্বেচ্ছাসেবকদের মানবিক প্রচেষ্টা এবং তাদের সমাজকল্যাণমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
এই আয়োজন সফলভাবে সম্পন্ন করতে নেতৃত্ব দিয়েছেন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, বরিশাল জেলা শাখার সভাপতি হৃদয় হাওলাদার এবং সাধারণ সম্পাদক ইমরান হোসেন।
উল্লেখ্য, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে আসছে। তাদের এই উদ্যোগ শীতার্ত মানুষের মধ্যে উষ্ণতা ও সান্ত্বনা ছড়িয়ে দিয়েছে।
এই মহৎ কার্যক্রমে ধ্রুবতারার স্বেচ্ছাসেবকদের ভূমিকা এবং জেলা প্রশাসনের সহযোগিতা প্রশংসনীয়।