শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

শরণখোলায় সড়ক দূর্ঘটনায় আহত ২

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

শরণখোলা প্রতিনিধি রাজিব হোসেন:

বাগেরহাটের শরণখোলায় সড়ক দূর্ঘটনায় ২ জন গুরুতর আহত হয়েছে। আহতদের শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে আঘাত গুরুতর হওয়ায় উভয়কেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার শরণখোলা এলাকার বাসিন্দা ট্রলির ড্রাইভার নিয়াজ হোসেন (৩৫) , তার সংগীয় বাংলাবাজার এলাকার বাসিন্দা শামীম হোসেনকে নিয়ে ট্রলি ভর্তি লোহার রড নিয়ে রায়্ন্দো বাজার বান্দাঘাটা থেকে শরণখোলা বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। শরণখোলা বাজারের কাছাকাছি পৌছা মাত্র ট্রলির একটি অংশ ভেঙ্গে যায়। এতে ট্রলির ড্রাইভার নিয়াজ ট্রলির নিচে পড়ে যায় এবং তার সংগীয় শামীমও গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী এম্বুলেন্স যোগে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে তারা গুরুতর আহত হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে কর্তব্য রত চিকিৎসক।
এ ব্যাপারে শরণখোলা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আসফাক হোসেন বলেন, ড্রাইভার নিয়াজের মুখমন্ডলে আঘাতের পরিমান খুবই গুরুতর। তার মুখমন্ডলের ভিতরে জখম হওয়ায় রক্তক্ষরণ হচ্ছে। এছাড়া শামীমও নাকে গুরুতর আঘাত পাওয়ায় তারও রক্তক্ষরণ হচ্ছে। তাই উন্নত চিকিৎসার জন্য তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com