বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন
নরসিংদী থেকে ফালু মিয়া:
বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা তাঁতীদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
১৯ জানুয়ারি সন্ধ্যায় নরসিংদী নতুন বাসস্ট্যান্ডে নরসিংদী জেলা তাঁতীদলের সভাপতি হুমায়ন কবির কামাল এর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক বশির আহম্মদ মোল্লার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী শহর বিএনপির সাবেক সভাপতি ও নরসিংদী বাজার বনিক সমিতির সভাপতি মো: বাবুল সরকার।
আরো বক্তব্য রাখেন নরসিংদী আন্ত:জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহেন শাহ শানু, নরসিংদী আন্ত:জেলা পরিবহন মালিক সমিতির সাধারন সম্পাদক নাজমুল ইসলাম ভুইয়া, নরসিংদী জেলা তাঁতীদলের সহ সভাপতি মাইনুল ইসলাম ও যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম ভুইয়া, যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল,দপ্তর সম্পাদক মো: ইসমাইল হোসেন,কোষাধক্ষ খোকা মিয়া,সহপ্রচার সম্পাদক মো: লিটন মিয়া, আমদিয়া ইউনিয়ন তাঁতীদল সভাপতি মো: শরীফ মিয়া ও সাংগঠনিক সম্পাদক শেখ জাহেদ হোসেন।