শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১২:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
২৪ বিপ্লবের বাংলাদেশ নির্মাণে নতুন রাজনৈতিক দল ”জনতার বাংলাদেশ পার্টি’’ উত্থান নেতৃত্বে আইনি পেশাজীবীরা গৌরীপুরের সাবেক-বর্তমান দুই চেয়ারম্যান এক সাথে গ্রেফতার আক্রমণ করবেন না, আমাদের কাজ করতে দিন: আইজিপি ভ্রাম্যমাণ আদালতে বিআরবি ব্রিকসকে দেড় লক্ষ টাকা জরিমানা জেলার আবু মুছার হাতে জিম্মি কক্সবাজার জেলা কারাগার, বন্দিদের জীবন দুর্বিষহ! মহেশপুরে জামায়াতের মহিলা কর্মীদের উপর বিএনপির হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মির্জাপুর জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মনোহরদীতে ওজনে পেট্রোল কম দেওয়ায় আনোয়ার ফিলিং স্টেশনকে জরিমানা ডোমার বিএডিসির কর্মকর্তার দিকনির্দেশনায় চুক্তিবদ্ধ চাষিদের আলুর বাম্পার ফলন বাগমারায় অবৈধ ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান পরিচালিত
কটিয়াদীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

কটিয়াদীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

কিশোরগঞ্জের কটিয়াদী থেকে রামকৃষ্ণ বণিক:

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়ন কৃষকদলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রর্বতক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার রাতে আচমিতায় রিলাক্স কমিউিনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে আচমিতা ইউনিয়ন কৃষকদলের আহবায়ক নাজমুল হক তারুর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ সালাহ উদ্দিন ও ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ বকুল মিয়া সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কটিয়াদী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন।

বিশেষ অতিথি হেসেবে বক্তব্য রাখেন, কটিয়াদী উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও আচমিতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান বাচ্চু, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ জাইদুল, কটিয়াদী উপজেলা কৃষক দলের আহ্বায়ক আজিজুল হক শাজাহান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শামসুল হক চান মিয়া, কটিয়াদী উপজেলা কৃষক দলের সদস্য সচিব হাজী মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কটিয়াদী প্রেসক্লাবের আহবায়ক অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, কটিয়াদী উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাইনুল হক মেনু, সাবেক প্রচার সম্পাদক জহিরুদ্দিন বাদশা, কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির যুগ্ন সাধারন সম্পাদক মাসুম পাঠান, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন রুমি, জালালপুর ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু নাঈম বাবুল, আচমিতা ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন বেপারী, কটিয়াদীর পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান সাইফুল, জালালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুমসহ আচমিতা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন বলেন, বাংলাদেশ জাতীয়তাবী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজ ৮৯ তম জন্মদিন। এদেশে যখনই দূর্যোগ এসেছে তখনই বাংলাদেশ জাতীয়তাবী দল বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াইর রহমান তথা তার উত্তরসূরী খালেদা জিয়া, তারেক রহমান এ দেশের হাল ধরেছে। তিনি বলেন স্বৈরাচারী খুনি হাসিনা আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলে রেখেছিল, কিন্ত সেই স্বৈরাচারী খুনি হাসিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এখন ভারতে পালিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রসহ আমাদের অনেক নেতাকর্মীর প্রাণ হারিয়েছে।
অনেকের পঙ্গুত বরণ করেছে। অনেকের পা নেই, হাত নেই চোখ নেই। তিনি বলেন আমাদের নিয়ে এখনো নানা ষড়যন্ত্র হচ্ছে, তাই আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। সামনে যে নির্বাচন সেটি হবে একটি চেলেঞ্জিং নির্বাচন। সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে দেশমাতা বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আহবান জানান তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com