বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন
কিশোরগঞ্জ থেকে নিজাম উদ্দীন:
কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে টানা দুদিন যাবৎ পানি না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা শতশত রোগী ও তাদের স্বজনরা। দু’ দিন ধরে পানি নেই কিশোরগঞ্জ সরকারি হাসপতালে ভোগান্তিতে রোগীরা শিরোনামে নিউজটি দৈনিক ইনকিলাব পত্রিকাসহ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট পত্রিকায় প্রকাশিত হওয়ার পর টনক নড়েছে হাসপাতাল কর্তৃপক্ষের।
গত রোববার রাতে রোগী ও তাদের স্বজনদের কথা বিবেচনায় এনে কোনো উপায়ন্তর না পেয়ে সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহায়তা নেন। পরে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ৮ হাজার ৬০০ লিটার পানি হাসপাতালের পানির ট্যাংকিতে সরবরাহ করে। এতে এই হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাদের সাথে আসা স্বজনদের কিছুটা হলেও এই চরম দুর্ভোগ থেকে রেহাই পাবে। এই উপকার করায় কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কে ধন্যবাদ জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগী এবং তাদের স্বজনরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রসংশায় ভাসছেন কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের (ভারপ্রাপ্ত) তত্ত্বাবধায়ক ডা. নূর মোহাম্মদ শামসুল আলম সাংবাদিক দের সমস্যার বিষয়টি স্বীকার করে জানান, আমাদের হাসপাতালের ছয়তলায় ১০ ঘোড়ার একটি বড় মটর রয়েছে। ২০২০ সালে লাগানো এই মটরটি প্রায়ই সমস্যা করে। কিন্তু এবার একেবারে বিকল হয়ে যাওয়ায় হাসপাতালে পানির সমস্যা সৃষ্টি হয়েছে।