সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১০:০৩ অপরাহ্ন
মোঃ সাইদুর রহমান, স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলের এলেঙ্গাতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অদ্য রবিবার ১৬.০৩.২০২৫ ইং তারিখে এলেঙ্গা পৌরসভার হযরত রশিদ আহমেদ গাঙ্গুহি দারুসসুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজনে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদলের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ আবদুল হালিম মিয়া। ইন্জিনিয়ার মোঃ আবদুল হালিম মিয়া বেগম খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। এসময় উপস্থিত ছিলেন এলেঙ্গা পৌর বিএনপি’র সভাপতি মোঃ একাব্বর আলী, পৌর বিএনপি’র স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মোঃ মোকাজ্জল হোসেন, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমরুল হাসান পরান, টাঙ্গাইল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র যুগ্ন সদস্য সচিব মোঃ কবির হোসেন, এলেঙ্গা পৌরসভার নির্মান প্রকৌশল শ্রমিক ইউনিয়ন, টাঙ্গাইল জেলা ভ্যান শ্রমিক ইউনিয়ন, অটোরিকশা সমিতি, সিএনজি সমিতি, মটর শ্রমিক সমিতি, স্টীল ব্যবসায়ী মালিক সমিতি, রং মিস্ত্রি সমিতি, কুলি মজদুর সমিতি, ট্রাক শ্রমিক সমিতি ও বাউল সমিতির সকল প্রতিনিধি উপস্থিত ছিলেন।নেএীবৃন্দ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ প্রায় এক হাজার মানুষ উপস্থিত ছিলেন।