শনিবার, ১২ Jul ২০২৫, ০৩:২২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রাজাবাড়ী বাজারের দক্ষিণ পাশের প্রধান সড়কজুড়ে ছয় মাস ধরে ময়লার স্তূপ জমে চলেছে। এতে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের পাশাপাশি শিক্ষার্থীদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজাবাড়ী, দরিগাঁও, বটতলি এলাকা থেকে প্রতিদিন শত শত মানুষ ও স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা—রাজাবাড়ী মোড় হয়ে মাওয়া সড়কে যাতায়াত করে। কিন্তু ওই মোড়ে মূল সড়কের অর্ধেকজুড়ে দীর্ঘদিনের জমে থাকা ময়লার স্তূপ চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। দুর্গন্ধে নিঃশ্বাস নেওয়াও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে, একই সঙ্গে রোগ-জীবাণুর ঝুঁকিও বাড়ছে।
এলাকাবাসীর অভিযোগ, গত ছয় মাস ধরে সেখানে নিয়মিতভাবে ময়লা ফেলা হচ্ছে, কিন্তু স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে রাস্তায় চলাচলকারী যানবাহনের গতি কমে আসছে এবং প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনে পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ে। এখানে একটু বৃষ্টি হলেই পানি জমে রাস্তা কাদায় ভরে যায়। এতে রাস্তাও দ্রুত ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে দাবী করেছে এলাকাবাসী।
স্থানীয় এক ব্যবসায়ী বলেন, “প্রতিদিন দোকান খোলা ও বন্ধ করার সময় দুর্গন্ধ সহ্য করা দায় হয়ে পড়ে। শিক্ষার্থীরা মুখে রুমাল দিয়ে চলাচল করে।”
এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। তারা সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের প্রতি এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।